বিশ্বকাপের পর শামিকে আলিঙ্গন মোদির। নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার স্বপ্ন ভাঙে ভারতের। তার অব্যবহিত পরে ভেঙে পড়া ভারতীয় দলের সাজঘরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হতাশ ভারতীয় দলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী।
মোদির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান দেশের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। রবিবার হেরে যাওয়ার পরে হতাশায় ভেঙে পড়েন ভারতের তারকা ক্রিকেটাররা। মোদি ভারতীয় দলের সাজঘরে গিয়ে প্রত্যেক ক্রিকেটারকে সান্ত্বনা দেন। দুরন্ত পারফরম্যান্সের জন্য মহম্মদ শামির প্রশংসা করেন মোদি। শামিকে বুকে টেনে নেন প্রধানমন্ত্রী।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শামি বলেছেন, ”প্রধানমন্ত্রী সেদিন যা করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের উৎসাহ আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কারণ ওই সময়ে আমাদের মনোবল তলানিতে এসে ঠেকেছিল।”
উল্লেখ্য, ফাইনালের পরের দিন দেশজুড়ে আলোচনার শীর্ষে উঠে আসে শামির পোস্ট। ছবি টুইট করে শামি লেখেন, “ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা আবার কামব্যাক করব।”
ড্রেসিংরুমে মোদির কথোপকথনের ভিডিও প্রকাশ্যে আসে। দলের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা ছিল, “টানা ১০ ম্যাচ জিতে আমরা ফাইনালে উঠেছি। তবে এরকম হয়েই থাকে। ভেঙে পড়লে চলবে না। এই সময়ে একে অপরের পাশে থেকে সকলের মনোবল বাড়াতে হবে।”
#WATCH | Amroha, Uttar Pradesh: On PM Modi meeting the Indian Cricket team after the match, Indian cricketer Mohammed Shami says, “It is very important. At that time, we had lost the match. In such a situation, when the Prime Minister encourages you, it is a different moment.… pic.twitter.com/kEpuhaF19A
— ANI (@ANI) November 23, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.