Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘সবুরে মেওয়া ফলে’, নিজের ছবিতে কেন এমন মন্তব্য শামির?

জেনে নিন আসল ঘটনা।

ODI World Cup 2023: Mohammed Shami reacts after MLA of Uttarakhand posts in social media । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 1, 2023 5:03 pm
  • Updated:November 1, 2023 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুম্যাচে ৯ উইকেট। চলতি বিশ্বকাপে আগুন জ্বালাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পরে উত্তরাখণ্ডের বিধায়ক উমেশ কুমার ভারতের তারকা পেসার শামির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, ”এই ছবি দেখে একটা ক্যাপশন দিন আপনারা।”
বিধায়কের সেই পোস্ট দেখার পরে স্বয়ং শামিই এসে ক্যাপশন লিখে দেন। কী লিখলেন ভারতের এই পেসার? শামি লিখেছেন, ”সবুরে মেওয়া ফলে।”

 

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: মাঠে পড়ে গিয়ে মাথায় চোট! ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল]

এশিয়া কাপের দলে নিয়মিত ছিলেন না মহম্মদ শামি। বিশ্বকাপেও (ODI World Cup 2023) তিনি প্রথম একাদশে ছিলেন না। হার্দিক পাণ্ডিয়া চোট পাওয়ার পরই শামির দরজা খুলে যায়। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচে শামি দুরন্ত বোলিং করেন।
এখন যা পরিস্থিতি তাতে শামি নিজের জায়গা পাকা করে ফেলেছেন প্রথম একাদশে। শামির বোলিংয়ের প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেটাররাও। একদিকে জশপ্রীত বুমরাহ, অন্য দিকে মহম্মদ শামি। রোহিত শর্মার বোলিং বিভাগ ক্ষুরধার হয়ে উঠেছে।

 

[আরও পড়ুন: ODI World Cup 2023: ‘কোহলি-রাহুলের মতো ম্যাচ উইনার নয় বাবর’, পাক অধিনায়কের তীব্র সমালোচনায় আফ্রিদি]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement