সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ( ODI World Cup 2023) বল হাতে আগুন ধরাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। এখনও পর্যন্ত দুটো ম্যাচ তিনি খেলেছেন। নিয়েছেন ৯টি উইকেট। তাঁর দুর্দান্ত বোলিং দেখে স্থির থাকতে পারেননি ইরফান পাঠানের (Irfan Pathan) মতো প্রাক্তন পেসারও। শামিকে নিয়ে উচ্ছ্বসিত পাঠান বলেছেন, ”আমার কাছে মহম্মদ শামি মিস্টার ওয়ার্ল্ড কাপ। ও কোনও সময়তেই ফর্ম হারায়নি। ওয়ানডে বিশ্বকাপে ওর রেকর্ড একবার দেখবেন।”
পাঠান শামিকে মিস্টার ফেরারি বলে উল্লেখ করেছেন। বিশ্বকাপের ইতিহাসে শামি তৃতীয় সফল ভারতীয় বোলার। বাংলার পেসারের সামনে কেবল জাহির খান ও জাভাগল শ্রীনাথ। সর্বোচ্চ উইকেট সংগ্রহের দিক থেকে দ্বাদশ স্থানে উঠে এসেছেন শামি।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার অ্যালান ডোনাল্ড, জ্যাকব ওরাম এবং ড্যানিয়েল ভেট্টোরিকে পিছনে ফেলে দিয়েছেন শামি। ইংরেজ-ব্রিগেডের বিরুদ্ধে ৭ ওভার হাত ঘুরিয়ে চারটি উইকেট নেন তিনি। তাঁর দিকে তাকিয়ে গোটা দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.