Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ওয়াংখেড়েতে সেমিফাইনাল, বোলারদের কাজ কতটা কঠিন? কুলদীপ বলছেন…

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন কুলদীপ।

ODI World Cup 2023: Kuldeep Yadav has discussed the unique challenges bowlers face at Wankhede Stadium । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 13, 2023 3:38 pm
  • Updated:November 13, 2023 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারো বছর আগে এই ওয়াংখেড়েতেই বিশ্বকাপ উঠেছিল মহেন্দ্র সিং ধোনির হাতে। এবার ভারত অধিনায়ক রোহিত শর্মার ঘরের মাঠে সেমিফাইনালে নামতে চলেছে টিম ইন্ডিয়া। শেষ চারে নামার আগে ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) জানাচ্ছেন, ম্যাচ-কেন্দ্র হিসেবে ওয়াংখেড়েতে বল করা রীতিমতো কঠিন। পিচে বাউন্স থাকায় ব্যাটাররা সুবিধা পায়। বোলারদের আক্রমণের রাস্তা নেয় তাঁরা। যদিও ম্যাচে ফিরে আসার সুযোগ থাকে বোলারদেরও। দ্রুত উইকেট তুলে নিতে পারলেই সেমিফাইনালের রাশ নিজেদের হাতে তুলে নেওয়া সম্ভব হবে। চাপে রাখা যাবে নিউজিল্যান্ডকে (New Zealand)।
চার বছর আগের এক বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে মেগাটুর্নামেন্ট থেকেই ছুটি হয়ে গিয়েছিল ‘টিম ইন্ডিয়া’র। তখন ভারতীয় দলের রিমোট কন্ট্রোল ছিল বিরাট কোহলির হাতে। এবার নেতৃত্বের হাত বদলেছে। রোহিত শর্মার হাতে উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড। তাঁর অধিনায়কত্বে ছুটছে এই ভারত। 

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই অধিনায়কত্ব ফিরে পেলেন বিরাট! কিন্তু কীভাবে?]

সেমিফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড শুনলে ক্রিকেটপ্রেমীদের চোখে ভেসে ওঠে ২০১৯ বিশ্বকাপের সেই হৃদয়বিদারক দৃশ্য। চার বছর আগের বিশ্বকাপ সেমিফাইনালে ট্রেন্ট বোল্টের স্পেল ‘টিম ইন্ডিয়া’-কে ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিল। কুলদীপ অবশ্য চার বছর আগের সেই ম্যাচের স্মৃতি নিয়ে খুব একটা ভাবিত নন।
তিনি বলেছেন, ”২০১৯ সালের সেমিফাইনাল আগে ঘটে গিয়েছে। তার পরে আমরা বহু দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি। ফলে ভারতের পরিবেশ-পরিস্থিতি আমাদের জানা, ওরাও সমান ওয়াকিবহাল। আমাদের প্রস্তুতি ঠিকই আছে। টুর্নামেন্ট জুড়ে আমরা উচ্চমানের ক্রিকেট তুলে ধরতে পেরেছি। পরবর্তী ম্যাচেও আমরা একই পারফরম্যান্স তুলে ধরার চেষ্টা করব।”
৯টি ম্যাচ থেকে কুলদীপের সংগ্রহ ১৪ উইকেট। কিউয়িদের বিরুদ্ধে নামার আগে কতটা তৈরি কুলদীপ? তাঁর পরিকল্পনাই বা কী? ভারতের তারকা স্পিনার বলছেন, ”আমি নিজের ছন্দ এবং শক্তির জায়গাগুলো আরও শাণিত করার চেষ্টা করছি। গুড লেন্থে বল ফেলার চেষ্টা করে যাব। আমি উইকেট তোলার থেকে প্রসেসের উপরেই বেশি জোর দিই। পরের ম্যাচেও সব ঠিকঠাক হবে বলেই আশা রাখছি।” 
সেমিফাইনালের দামামা বেজে গিয়েছে। চার বছর আগে এই নিউজিল্যান্ডের কাছে হার মেনেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার কী হবে? ফুটছে ভারতীয় দল। আশায় বুক বাঁধছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।  

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপে গ্লাভস হাতে লোকেশ রাহুলই সেরা, জানিয়ে দিলেন তারকা উইকেটকিপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement