Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ফাইনালে হারের যন্ত্রণা এখনও ভোলেননি রাহুল, সোশাল মিডিয়ায় লিখলেন আক্ষেপের কথা

ফাইনালে রাহুলের মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনা হয়।

ODI World Cup 2023: KL Rahul posts heartbreaking message after loss in the final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 23, 2023 5:48 pm
  • Updated:November 23, 2023 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হারের  ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় লোকেশ রাহুল (KL Rahul) তাঁর আক্ষেপের কথা প্রকাশ করলেন। 
লোকেশ রাহুল বিশ্বকাপে ১০টি ইনিংস থেকে ৪৫২ রান করেন। দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে ৬২ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। প্রথম ভারতীয় ব্যাটার  হিসেবে বিশ্বকাপের আসরে দ্রুততম শতরান করার নজির গড়েন রাহুল।
ফাইনালে চাপের মুখে লোকেশ রাহুল ৬৬ রান করেন। ১০৭ বলে রাহুলের ৬৬ রান নিয়ে বিতর্ক কম হয়নি। তাঁর মন্থর ইনিংসের সমালোচনা করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও। মহম্মদ আমিরের মতো প্রাক্তন পাক তারকা এক টিভি শোয়ে বলেছেন, ”লোকেশ রাহুল মন্থর ব্যাটিং করায় বিরাট কোহলির উপরে চাপ বাড়ে।” এহেন লোকেশ রাহুল সোশাল মিডিয়ায় লিখেছেন, ”স্টিল হার্টস।” বুঝিয়ে দিলেন সেই শোকের আবহ থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি তিনি।  

[আরও পড়ুন: সাংবাদিক বৈঠকে এসে অবাক সূর্য! হেসেও ফেললেন, কিন্তু কেন?]

রবিবাসরীয় ফাইনালে ভারতের হারের পরে আবেগের বিস্ফোরণ দেখা যায় আহমেদাবাদে। রোহিত শর্মাকে কাঁদতে দেখা যায়। কাঁদতে থাকা  মহম্মদ সিরাজকে সান্ত্বনা দেন জশপ্রীত বুমরাহ। ফাইনালের অব্যবহিত পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সাজঘরে ঢুকে বিরাট কোহলি-রোহিত শর্মা-সহ একাধিক ক্রিকেটারকে সান্ত্বনা দেন। বিশ্বকাপ শেষ হয়ে গিয়েও যেন শেষ হয়নি। ভারতীয় ক্রিকেটাররা এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি।  

Advertisement

[আরও পড়ুন: দুর্নীতির দায়ে ৬ বছরের জন্য নিষিদ্ধ বিশ্বজয়ী তারকা, কলঙ্কের দাগ লাগল অবসরের পরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement