Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘চারে চার’ ভারতের, এই দুই তারকা বোলারকে কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ

কাদের কথা বলছেন কুলদীপ?

ODI World Cup 2023: Jasprit Bumrah and Mohammed Siraj have taken pressure off Indian spinners, says Kuldeep Yadav । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 21, 2023 11:20 am
  • Updated:October 21, 2023 11:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (ODI World Cup 2023) ‘চারে চার’ করেছে ভারত। টিম ইন্ডিয়ার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের প্রশংসা করেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি বলছেন, ”প্রথম পাওয়ারপ্লে-তে বুমরাহ এবং সিরাজ খুব ভালো বল করছে। উইকেট তুলে নিচ্ছে, রান কম দিচ্ছে, ফলে বল করতে এসে সমস্যা হচ্ছে না আমার আর জাড্ডুর। আমরা একটা বা দুটো উইকেট তুলে নিচ্ছি।”

শুধু বোলিং নয়, ব্যাটিংও বেশ ভালো হচ্ছে টিম ইন্ডিয়ার। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা দারুণ ছন্দে রয়েছেন। তবে ভারতীয় বোলারদের সামলাতে বেগ পেতে হচ্ছে বিপক্ষের ব্যাটারদের। বুমরাহ-সিরাজ ছাড়াও স্পিনাররা উইকেট তুলছেন। 

Advertisement

 

[আরও পড়ুন: ODI World Cup 2023: ‘পাকিস্তান কি আদৌ সেমিফাইনালে যাওয়ার যোগ্য?’, প্রশ্ন তুলে দিলেন শোয়েব]

 

মেগা ইভেন্টে এখনও পর্যন্ত ১০টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বুমরাহ। সিরাজ এবং হার্দিক পাণ্ডিয়া পাঁচটি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব নিয়েছেন ৬টি উইকেট। কুলদীপ বলছেন, ”আমরা নিজেদের লেন্থ অনুযায়ী বল করছি। আমি এবং জাড্ডু ভাই সহজ রাখার চেষ্টা করছি।” এখানেই না থেমে কুলদীপ আরও বলেন, ”আমরা উইকেটও পাচ্ছি। কিন্তু সব কিছু সহজ-সরল রাখাটা খুবই জরুরি।  প্রতিটি ম্যাচেই একই পারফরম্যান্স ধরে রাখাটা দরকার।” 

[আরও পড়ুন: ওয়ার্নার-মার্শের জোড়া শতরানের পর জাম্পা-স্টোইনিসের দুরন্ত বোলিং, পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement