Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: আরও অন্ধকারে পাক ক্রিকেট, বিশ্বকাপ চলাকালীনই পদত্যাগ ইনজির

মঙ্গলবার ইডেনে বাংলাদেশের মুখোমুখি পাকিস্তান।

ODI World Cup 2023: Inzamam Ul-Haq resigns from the post of PCB Chief Selector । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 30, 2023 7:25 pm
  • Updated:October 30, 2023 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket) হলটা কী! বিশ্বকাপে (ODI World Cup 2023) একের পর এক ম্যাচে ভরাডুবি ঘটছে বাবর আজমদের। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে নামবে পাকিস্তান। এর মধ্যেই খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক পদ থেকে আচমকাই সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। অনেকেই মনে করছেন বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের জন্যই হয়তো সরে দাঁড়িয়েছেন ইনজি।
আবার আরও একটি থিওরি অনুযায়ী, স্বার্থের সংঘাতের কারণেই পদত্যাগ করেছেন ইনজামাম উল হক। খবর অনুযায়ী, ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন পাক অধিনায়ক। এই কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন ইনজি। আবার এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তালহা রেহমানি নামে এক ক্রিকেট এজেন্ট। পাক অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি। এই প্রেক্ষিতে অনেকেরই মনে হয়েছে, দল নির্বাচনে তালহা রেহমানির কিছু ভূমিকা থাকতেও পারে। 

[আরও পড়ুন: ‘তিন মিটার দূর থেকে ঈশ্বরের জাদু দেখেছি’, মারাদোনার জন্মদিনে মুগ্ধ স্মৃতিচারণ কুয়াদ্রাতের]

পাকিস্তানের এই বিপর্যয়ের মধ্যে খবর ছড়িয়েছে, পাক অধিনায়ক বাবর আজমের (Babar Azam) সঙ্গে পিসিবি (PCB) চেয়ারম্যান জাকা আশরাফের (Zaka Ashraf) ব্যক্তিত্বের সংঘাতের গল্প। টেলিভিশন অনুষ্ঠানে পাক অধিনায়কের হোয়াটসঅ্যাপ মেসেজ ফাঁস করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান!  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ দাবি করেন, পাঁচ মাস বেতন পাচ্ছেন না বাবররা। এমনকি পিসিবি সভাপতি ক্রিকেটারদের ফোন ধরছেন না, মেসেজের উত্তর দিচ্ছেন না। জাকা আশরফ জবাবে বলেছেন, ”লতিফ বলেছে, আমি বাবরের ফোন ধরছি না। এটা একেবারে মিথ্যা। বাবর আমাকে একবারের জন্যও ফোন করেনি। বরং চিফ অপরেটিং অফিসার ও ডিরেক্টর অফ ইন্টারন্যাশানাল ক্রিকেটের আধিকারিক অধিনায়কের সঙ্গে কথা বলেছে।” 

Advertisement

মাঠের পারফরম্যান্স ভালো নয় পাকিস্তানের। এর মধ্যেই মাঠের বাইরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। পাকিস্তান ক্রিকেট আরও অন্ধকারে।  

[আরও পড়ুন: বাবরের মতো বাটলারকে বোল্ড করার অভিজ্ঞতা কেমন ছিল? অকপটে জানালেন কুলদীপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement