Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

‘জানি না কতটা ক্রিকেট বোঝে’, অনুষ্কা, আথিয়াদের কটাক্ষ করে রোষের মুখে ভাজ্জি

দেখুন ভাইরাল হওয়া ভিডিওটি।

ODI World Cup 2023: Harbhajan Singh’s sexist remark on Anushka, Athiya went viral | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 19, 2023 8:17 pm
  • Updated:November 19, 2023 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ধারাভাষ্য করতে গিয়ে বিতর্ক তৈরি করলেন হরভজন সিং। মহিলাদের ক্রিকেটের প্রতি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে নেটদুনিয়ার তুমুল কটাক্ষের মুখে পড়তে হল প্রাক্তন ভারতীয় স্পিনারকে।

তিনি ২০১১ বিশ্বজয়ী দলের সদস্য। ১২ বছর পর আবারও ভারত বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোয় স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হরভজন। অতীতের নানা স্মৃতিই ঘুরে ফিরে এল তাঁর স্মৃতিতে। বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ারও করলেন দর্শকদের সঙ্গে। কিন্তু তারই মধ্যে বিরাটপত্নী অনুষ্কা শর্মা এবং রাহুল জায়া আথিয়া শেট্টিকে নিয়ে এমন মন্তব্য করলেন, যে তাতেই তীব্র বিতর্ক জন্ম নিল। যে ঘটনার ভিডিও মুহূর্তে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা, গ্রেপ্তার সেনাকর্মী]

ঠিক কী বলেছেন হরভজন? মাঠে তখন অজি বোলারদের দাপট সামলাচ্ছেন কোহলি ও রাহুল। সেই সময়ই টিভির পর্দায় ভেসে ওঠে অনুষ্কা এবং আথিয়ার মুখ। অন্য এক ধারাভাষ্যকার বলেন, এঁরাও হয়তো ভাবছেন, কোহলি ও রাহুল ক্রিজে টিকে গেলে দলের ভালো হবে। এরই উত্তরে ভাজ্জিকে বলতে শোনা যায়, “আমি ভাবছিলাম যে এখানে ক্রিকেটের কথা হচ্ছে নাকি সিনেমার। কারণ ক্রিকেটের ব্যাপারে তো এত জ্ঞান নেই।” আর এতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটদুনিয়ার একাংশ।

প্রশ্ন তোলা হচ্ছে, মহিলারা কি ক্রিকেটের কিছুই বোঝেন না? অন্য এক নেটিজেনের পালটা প্রশ্ন, হরভজনের স্ত্রীও তো একজন অভিনেত্রী। তাহলে কীভাবে তিনি এমন মন্তব্য করে দেন? কেউ কেউ আবার ‘নারীবিদ্বেষী’ মন্তব্যের জন্য একহাত নিয়েছেন হরভজনকে। বলছেন, আর কবে মানসিকতা বদলাবে ভারতীয়দের? সব মিলিয়ে মেগা ফাইনালের মাঝেই সমালোচনায় বিদ্ধ ভাজ্জি।

[আরও পড়ুন: World Cup 2023: বিধ্বস্ত দল, অধরা সেঞ্চুরি, ড্রেসিংরুমে বসে চোখে জল কোহলির, ভাইরাল ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement