Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘ভদ্রলোকের খেলা, এটা ভুলে যাওয়াও অপরাধ’, ম্যাথিউজের পাশে জয়সূর্য

'টাইমড আউট' নিয়ে বিতর্ক চলছেই।

ODI World Cup 2023: Former Sri Lankan opener Sanath Jayasuryia comes in support of Angelo Mathews । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 8, 2023 4:54 pm
  • Updated:November 8, 2023 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টাইমড আউট’ (Timed Out) বিতর্কে এখনও ফুটছে বিশ্বক্রিকেট। বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের (Shakib Al Hasan) আবেদনের প্রেক্ষিতে ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। তা নিয়ে প্রবল চর্চা হয়। এবার সেই বিতর্কে মুখ খুললেন শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনথ জয়সূর্য। এই বিতর্কে ম্যাথিউজের পাশে দাঁড়ালেন একসময়ের বিপজ্জনক ওপেনার।
দ্বীপরাষ্ট্রের প্রাক্তন বাঁ হাতি ওপেনার এক্স হ্যান্ডলে লিখেছেন, ”অ্যাঞ্জেলোর সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত হতাশাজনক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া এক ব্যাপার, কিন্তু ক্রিকেট যে ভদ্রলোকের খেলা তা ভুলে যাওয়া ক্ষমার অযোগ্য অপরাধ। আম্পায়ারদেরও আরও একটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল। সময়ের মধ্যেই যে অ্যাঞ্জেলো ক্রিজে এসেছিল, তার ফুটেজ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।” ম্যাথিউজের পোস্ট করা ভিডিও শেয়ার করে লিখেছেন জয়সূর্য।

[আরও পড়ুন: নেইমারের বান্ধবী ও শিশুকন্যাকে অপহরণের চেষ্টা, না পেয়ে ডাকাতি দুষ্কৃতীদের]

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে (ODI World Cup 2023) কোনও বল না খেলেই আউট হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নিয়ম না জানার জন্যই কি এভাবে আউট হতে হল তাঁকে? শ্রীলঙ্কার এই তারকা ব্যাটারের এভাবে আউট হওয়া নিয়ে বিতর্ক হতেই পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইমড আউট’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ”একজন ব্যাটসম্যানের আউট হওয়ার পর বা অবসর নেওয়ার পর নতুন যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বল মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাঁকে টাইমড আউট হতে হবে।” ম্যাথিউজের আউট নিয়ে বিতর্ক চলছেই। 

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup: চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে তিন দল, সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement