Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘এই মুহূর্তে বিশ্বসেরা বুমরাহই’, ভারতের তারকা বোলারকে নিয়ে উচ্ছ্বসিত আক্রম

পাক বোলারদের থেকে বহু এগিয়ে বুমরাহ, মত আক্রমের।

ODI World Cup 2023: Former Pakistan pacer Wasim Akram praises Jasprit Bumrah । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 30, 2023 2:43 pm
  • Updated:October 30, 2023 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram)। এই মুহূর্তে পাক বোলারদের থেকেও ঘাতক বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহর পারফরম্যান্স দেখার পরে আক্রম বলছেন, ”এই মুহূর্তে বুমরাহই বিশ্বসেরা। সবার উপরে ও। বলের উপরে নিয়ন্ত্রণ, গতি, বৈচিত্র্য-সব মিলিয়ে বুমরাহ একজন সম্পূর্ণ বোলার। দৃষ্টিনন্দনও বটে। নতুন বলে এই ধরনের পিচে মুভমেন্ট, গতি, ফলো থ্রু দেখার পরে বলতেই হবে ও কমপ্লিট বোলার।”
বুমরাহকে পাক বোলারদের থেকেও ঘাতক বলে জানিয়েছেন আক্রম। কারণ হিসেবে প্রাক্তন পাক পেসার বলেছেন, ”পাক বোলারদের থেকেও বুমরাহ বিপজ্জনক কারণ ও টেস্ট ক্রিকেট বেশি খেলে। আমাদের বোলাররা টেস্ট ক্রিকেট কম খেলে।”

ICC ODI World Cup 2023: যত কাণ্ড পাকিস্তানে, বাবরের গোপন হোয়াটসঅ্যাপ ফাঁস করে দিলেন জাকা আশরাফ!

Advertisement

বুমরাহকে থামানো যায় কীভাবে? রসিকতা করে আক্রম বলেছেন, ”ওর বোলিং স্পাইক চুরি করে নাও, তাহলেই বুমরাহকে থামানো সম্ভব। এছাড়া অন্য কোনওভাবে ওকে আটকানো যাবে না।”
আক্রম ব্যাখ্যা করে বলছেন, ”রাউন্ড দ্য উইকেটে বাঁ হাতি ব্যাটারকে যখন বুমরাহ বল করছে, তখন সিমের প্রযোগ করে থাকে। ওয়াইড অফ দ্য ক্রিজ যখন বল করে, তখন ব্যাটার মনে করে বল ভিতরে ঢুকে আসবে। কিন্তু বল পিচে পড়ে বাইরের দিকে বেরিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটার পরাস্ত হয়। আমি যখন ডান হাতি ব্যাটারকে আউটসুইঙ্গার দিতাম, অনেকসময় বল নিয়ন্ত্রণ করতে পারতাম না। বুমরাহর বলের উপরে নিয়ন্ত্রণ আমার থেকেও ভাল।”

[আরও পড়ুন: বাবরের মতো বাটলারকে বোল্ড করার অভিজ্ঞতা কেমন ছিল? অকপটে জানালেন কুলদীপ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement