Advertisement
Advertisement
ODI World Cup 2023

ODI World Cup 2023: ‘মুক্ত মনে ভারতের মাটিতে খেলা সম্ভব নয়’, বাবরদের হয়ে অজুহাত রাজ্জাকের

বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছে পাকিস্তানের।

ODI World Cup 2023: Former Pakistan cricketer Abdul Razzaq opines the lack of freedom for Pakistan Cricket Team in India । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 9, 2023 9:24 pm
  • Updated:November 10, 2023 12:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় এসে নাকি নিজের বিয়ের মার্কেটিং করেছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। গলফ খেলেছেন তাঁরা। গিয়েছেন বিভিন্ন মলে।
হায়দরাবাদে পা রেখে দারুণ আতিথেয়তা পেয়েছেন তাঁরা। হায়দরাবাদি বিরিয়ানি খেয়েছেন। অথচ বাবরদের অগ্রজ আবদুল রাজ্জাক (Abdul Razzaq) বলছেন, ভারতের মাটিতে ‘স্বাধীনতা’ই নেই পাক ক্রিকেটারদের। তাই ভারতের মাটিতে পাকিস্তান ভালো খেলতে পারে না। 

[আরও পড়ুন: ‘বৃথা আশা…’ সেমিতে যেতে ৬ ওভারে ৩০০ তুলতে হবে বাবরের পাকিস্তানকে!]

প্রাক্তন পাক তারকা রাজ্জাকের যুক্তি, ”ভারতে স্বাধীনতা নেই। নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকতে হয় ক্রিকেটারদের। হোটেল ছেড়ে বেরনো কঠিন। বেশিরভাগ সময় হোটেলেই কাটাতে হয় ক্রিকেটারদের। পারফর্ম করতে হলে মুক্ত মনে থাকতে হয় ক্রিকেটারদের। নইলে মাঠে নেমে ভালো খেলা সম্ভবই নয়। এত বাধা নিষেধের মধ্যে ভালো খেলা কখনওই সম্ভব নয়।”
বৃহস্পতিবার নিউজিল্যান্ড জিতে যাওয়ায় চলতি বিশ্বকাপে পাকিস্তানের আর শেষ চারে যাওয়ার সম্ভাবনাই নেই। সেমিফাইনালে পৌঁছনোর জন্য কঠিন এক সমীকরণ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বাবরদের। চলতি বিশ্বকাপে পাকিস্তানের হতশ্রী পারফরম্যান্সের জন্য কি অজুহাত দিলেন রজ্জাক? 

Advertisement

 

[আরও পড়ুন: ‘বল পায়ে নিজেকে রোনাল্ডো মনে করে’, কোহলিকে নিয়ে কেন এমন বললেন যুবি?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement