সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান শেষই হয়ে গিয়েছে, একথা বলে দেওয়াই যায়। শেষ চারের ছাড়পত্র জোগাড় করতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে বাবর আজমদের (Babar Azam)।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তান ৩০০ রান করলেও বাবর আজমদের জিততে হবে ২৮৭ রানের ব্যবধানে।
আবার পাকিস্তান যদি আগে বোলিং করে, তাহলে ইংল্যান্ডকে ৫০ রানের মধ্যে অলআউট করতে হবে। সেই রান পাক দলকে তাড়া করতে হবে ২ ওভারের মধ্যে।
এই পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে কি ম্যাচ জেতা সম্ভব? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram) সহজ উপায় বাতলেছেন বাবরদের জন্য।
পাকিস্তানের একটি নিউজ চ্যানেলে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন আক্রম। বাবরদের জন্য তাঁর পরামর্শ, ”পাকিস্তানের প্রথমে ব্যাট করা উচিত। তার পরে ইংল্যান্ডের সাজঘরে তালা লাগিয়ে ওদের টাইমড আউট করে দেওয়া হোক।” যদিও সর্বসমক্ষে ওয়াসিম আক্রমকে এমন কথা বলতে শোনা যায়নি। তিনি নাকি ব্যাকস্টেজে কথাগুলো বলেছিলেন সঞ্চালককে। আরেক প্রাক্তন পাক ক্রিকেটার মিসবা উল হক বলেছেন, ”আগেই ড্রেসিং রুমে তালা লাগিয়ে দেওয়া হোক। রান তুলতে দেওয়ার দরকার কী!”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.