সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ান তারকাদের স্ত্রীদের ট্রোলিংয়ের মুখোমুখি হতে হচ্ছে। ম্যাক্সওয়েলের স্ত্রীকে আক্রমণ করা হয়েছে। বাদ যাননি অন্যান্য তারকাদের স্ত্রীরাও। এই ধরনের আচরণের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং(Harbhajan Singh)। সেই সব ট্রোলারদের উদ্দেশে ভাজ্জি বলেছেন, এই ধরনের আচরণ বন্ধ করা হোক। সোশাল মিডিয়ায় ভাজ্জি লিখেছেন, ভারতে এত সুন্দর একটা বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। এর পরে চেতনা এবং মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) স্ত্রীকে তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়। তিনিও ট্রোলারদের পালটা দেন সোশাল মিডিয়ায়। ভিনি রামন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ”ভাবিনি এটা নিয়েও লিখতে হবে। কিন্তু আপনাদের বলতে চাই যে একজন ভারতীয় সেই দেশকে সমর্থন করতেই পারে যে দেশে সে জন্মেছে ও বড় হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যার স্বামী এবং সন্তানের বাবাও সেই দেশের। তাই উত্তেজনা না ছড়িয়ে বিশ্বের বাকি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে নিজেদের প্রতিক্রিয়া দিন।” বাদ দেওয়া হয়নি ট্রাভিস হেডের পরিবারকেও। সোশাল মিজিয়ায় হেডের পরিবারকে কটাক্ষ করা হয়েছে।
অজি তারকাদের স্ত্রীদের অসম্মানের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়ে ভাজ্জি লিখেছেন, ”অস্ট্রেলিয়ান ক্রিকেট প্লেয়ারদের পরিবারকে ট্রোলিংয়ের রিপোর্ট প্রকাশিত হয়েছে। এটা অত্যন্ত নিম্ন মানসিকতার পরিচয়। আমরা ভালো খেলেছি। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার ভালো ক্রিকেটের কাছে হার মেনেছি। কেন অজি ক্রিকেটারদের এবং তাঁদের পরিবারকে ট্রোল করা হচ্ছে? এই ধরনের আচরণ বন্ধ করার জন্য সমস্ত ক্রিকেটভক্তদের কাছে আবেদন করছি। এই মুহূর্তে মানুষের চেতনা এবং মর্যাদাটাই বেশি গুরুত্বপূর্ণ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.