Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: শামি-বিরাট বন্দনার মাঝে ব্রাত্যই থেকে যাবেন ভারতীয় দলের আসল নায়ক? প্রশ্ন নাসের হুসেনের

কার কথা বলছেন নাসের হুসেন?

ODI World Cup 2023: Former England captain Naser Hussain praises India captain Rohit Sharma । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 16, 2023 4:59 pm
  • Updated:November 16, 2023 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) সেঞ্চুরি হাঁকালেন। ওয়াংখেড়েতে শচীন তেণ্ডুলকরকে ছাপিয়ে গিয়ে হাফ সেঞ্চুরির সেঞ্চুরিও করলেন। দেশের শ্বাসপ্রশ্বাসে বিরাট কোহলি।
বল হাতে মহম্মদ শামি (Mohammed Shami সাত-সাতটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ভেঙেছেন।
ব্যাট হাতে নায়ক বিরাট কোহলি। বোলিংয়ে শামি। তবুও ইংল্যাল্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন (Naser Hussain) মনে করছেন, কোহলি-শামি শিরোনাম হলেও নেপথ্য নায়ক একজনই। তিনি রোহিত শর্মা।

[আরও পড়ুন: ODI World Cup 2023: ছবি যখন কথা বলে! ম্যাঞ্চেস্টার থেকে মুম্বই, ক্রিকেটের ঊর্ধ্বে বিজয়ী বন্ধুত্ব]

‘হিটম্যান’ বদলে দিয়েছেন ভারতের সাজঘরের ছবিটা। খোলা হাওয়া এখন টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে। আগলে আগলে রেখেছেন সতীর্থদের। ফলে মাঠে নেমে নিজেদের উজাড় করে দিচ্ছেন সবাই। সব দেখে শুনে নাসের হুসেন মনে করছেন, প্রশংসা প্রাপ্য রোহিতের। কৃতিত্ব দাবি করতেই পারেন ভারত অধিনায়ক। নাসের হুসেনকে বলতে শোনা গিয়েছে, ”বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং মহম্মদ শামির প্রশংসা হবে কিন্তু সত্যিকারের নায়ক রোহিত শর্মা। দলের সংস্কৃতিটাই বদলে দিয়েছে রোহিত।”
চলতি বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলছে ভারত। টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে প্রবেশ করেছে টিম ইন্ডিয়া। এতটা দাপটের সঙ্গে বিশ্বকাপে কোনওবার খেলতে দেখা যায়নি ভারতীয় দলকে। নাসের হুসেন বলছেন, ”আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পরে দীনেশ কার্তিককে রোহিত বলেছিল, ব্যাটিংয়ের টেমপ্লেট বদলে ফেলবে। ভয়ে ভয়ে রান তুলেছিল ভারত এবং দলের স্কোরও মোটেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। রোহিত কিন্তু বদলে ফেলেছে ভারতের ব্যাটিংয়ের চালচিত্রটা। প্রতিটি ম্যাচে দেখা যাচ্ছে, রোহিত সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। গ্রুপ স্টেজের খেলা একরকম। কিন্তু নক আউট পর্বে আগ্রাসী ব্যাটিং একেবারেই স্পেশাল। রোহিত মাঠে নেমে আগ্রাসী ক্রিকেট তুলে ধরে। ড্রেসিং রুমে এই বার্তাই দিয়েছে রোহিত যে এই মানসিকতা নিয়েই এগিয়ে যেতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: ক্র্যাম্পের ব্যথায় ছটফট বিরাটকে কেন সাহায্য? কিউয়িদের আচরণে ক্ষুব্ধ অজি ক্রিকেটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement