সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) না বিরাট কোহলি (Virat Kohli), কার ব্যাটিং দেখতে ভালো লাগে? এই প্রশ্নটাই উড়ে এসেছিল দীনেশ কার্তিকের (Dinesh Karthik) দিকে। উড়ে আসা বুলেট এড়ালেন কার্তিক। রোহিত শর্মা ও বিরাট কোহলি এবারের বিশ্বকাপে জ্বলে উঠেছেন। দুই তারকার দিকেই নজর সবার। ভালো ছন্দে রয়েছেন তাঁরা। এই দুই তারকার ব্যাটের উপরে নির্ভর করে রয়েছে ভারতের বিশ্বকাপ ভাগ্য।
একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে কার্তিককে জিজ্ঞাসা করা হয়েছিল কার ব্যাটিং দেখতে পছন্দ করেন তিনি? উত্তরে কার্তিক বেশ মজার উত্তর দিয়েছেন। কার্তিককে বলতে শোনা গিয়েছে, ”স্যর দুজনেই আমার ভালো বন্ধু। আমাকে কি মারতে চাও তোমরা? তবুও আমি বলছি, প্রথমে ব্যাট করলে রোহিতের ব্যাটিং দেখতেই পছন্দ করব। রোহিতের নামের পাশে লেখা রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। পরে ব্যাট করলে চেজমাস্টার কোহলির ব্যাটিং দেখতে চাইব।”
কোহলি ও রোহিতের ব্যাটিং স্টাইল দুধরনের। ইনিংসের শুরুতে ঢিলেঢালা ব্যাটিং করেন রোহিত। ইনিংস যত গড়াতে থাকে, হিটম্যানের ব্যাটিং ততই দৃষ্টিনন্দন হয়ে ওঠে। রান তাড়া করার ক্ষেত্রে কোহলির তুলনা কোহলি নিজেই। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ৮ বলে ২৮ রান তাড়া করে ম্যাচ জেতা ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.