সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ডের ডেভিড উইলি (David Willey) জানিয়ে দিলেন, ক্রিকেটের মেগা ইভেন্ট শেষ হলেই তিনি জুতো জোড়া তুলে রাখবেন।
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের (England) শেষ চারে যাওয়ার আর সম্ভাবনাই নেই। গতবারের চ্যাম্পিয়নরা ধুঁকছে। চলতি মাসের ১১ তারিখ ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ। এটাই ইংল্যান্ডের শেষ ম্যাচ। সেই ম্যাচের পরেই উইলিকে আর দেশের হয়ে খেলতে দেখা যাবে না।
View this post on Instagram
কিন্তু বিশ্বকাপের মধ্যেই কেন এমন সিদ্ধান্ত নিলেন উইলি? ২০২৩-২৪ মরশুমের কেন্দ্রীয় চুক্তিতে উইলিকে রাখা হয়নি। সেই অভিমানেই হয়তো ভরা বিশ্বকাপের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন উইলি।
সোশাল মিডিয়ায় উইলি লিখেছেন, ”এই দিনটা আসুক আমি চাইনি কোনওদিন। অল্প বয়স থেকেই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন আমি দেখেছি। অনেক চিন্তাভাবনা এবং বিবেচনার পরে অনুভব করলাম, দিনটা সত্যি সত্যিই এসে গিয়েছে। সেই কারণেই বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম।”
সোশাল মিডিয়ায় উইলি আরও জানিয়েছেন, ”অত্যন্ত গর্বের সঙ্গে এই জার্সিটা পরেছিলাম আমি। সাদা বলের ক্রিকেটে অবিশ্বাস্য একটা দলের অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.