সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ঝড় তুলেছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ১৬৩ রান করেছেন তিনি। ওয়ার্নার তাঁর ব্যাটিং সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (IPL)।
আইপিএলকে কৃতিত্ব দিয়ে ওয়ার্নার বলছেন, ”আইপিএল খেলে রানের গিয়ার পরিবর্তন করাটা শিখেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে গিয়ার পরিবর্তন করতে হয়। সানরাইজার্সে খেলার সময়ে অনেক কিছু শিখেছি আমি। শিখেছি, উইকেটে টিকে থাকলে বড় স্কোর করা সম্ভব।” পাকিস্তানের বিরুদ্ধে ক্রিজে টিকে থেকে বড় রান করে্ছেন অজি বাঁ হাতি ওপেনার।
কিন্তু বড় রান করার পথে ওয়ার্নারের ক্যাচ ফেলেছেন পাকিস্তানের ফিল্ডার উসামা মীর। তবে ওয়ার্নার কিন্তু দেখেননি তাঁর ক্যাচটা ফেলে দিয়েছেন পাক ফিল্ডার। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে ওয়ার্নার জানিয়েছেন, মিচেল মার্শের জন্যই তিনি দেখতে পারেননি পাকিস্তানি ফিল্ডার উসামা মীর তাঁর ক্যাচ ফেলে দিয়েছেন।
ওয়ার্নার বলেছেন, ”আমি মিচেল মার্শের পিছনে ছিলাম। শটটা খেলে আমি সন্তুষ্ট হইনি, সিঙ্গলও নিইনি। ওপেন করতে নামলে সুযোগের সদ্ব্যবহার করতে হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.