Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মারমুখী ওয়ার্নার, টপকে গেলেন কোহলিকে

কী এমন করলেন ওয়ার্নার?

ODI World Cup 2023: David Warner achieved a significant milestone by surpassing Virat Kohli । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 28, 2023 1:45 pm
  • Updated:October 28, 2023 1:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে (Virat Kohli) ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এখন অজি ওপেনার। শনিবার ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮১ রান করার পথে কোহলিকে টপকে যান তিনি।
বিশ্বকাপের ২৩টি ইনিংসে ১৩২৪ রান নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ওয়ার্নার। ধরমশালায় ৮১ রান করায় ১৪০০ রানের মাইলফলক ছাপিয়ে যান ওয়ার্নার। ৩১টি ইনিংসে কোহলির রান ১৩৮৪। রবিবার ভারত নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচে অবশ্য কোহলি ছাপিয়ে যেতেই পারেন ওয়ার্নারকে। 

[আরও পড়ুন: বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ার ভারত সফর, টি-টোয়েন্টি সিরিজে অজিদের নেতা ওয়েড]

২৮টি ডেলিভারিতে ওয়ার্নার এদিন পঞ্চাশ করেন। এই মুহূর্তে ওয়ার্নারের আগে রয়েছেন কুমার সঙ্গকারা, রিকি পন্টিং এবং শচীন তেণ্ডুলকর। বিশ্বকাপের ৪৫টি ম্যাচ থেকে শচীনের রান ২২৭৮।
৪৬টি ম্যাচ থেকে পন্টিংয়ের সংগ্রহ ১৭৪৩ রান। ৩৭টি ম্যাচে সঙ্গকারার রান ১৫৩২। ট্রাভিস হেড এবং ওয়ার্নার ওপেনিং জুটিতে ১৭৫ রান করেন। হেড বিশ্বকাপের দ্রুততম শতরান করেন কিউয়িদের বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup 2023: ইডেনে আজ ডাচ সমর্থনের পতাকাবাহক এক বঙ্গসন্তান]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement