সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদয়বিদারক এই হারের যন্ত্রণা সহ্য করা কঠিন। ভারতের ড্রেসিং রুম নিস্তব্ধ। পিন পড়লে তার শব্দ পাওয়া যাবে। বুকে পাষাণ নিয়ে বসে রয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা (Virat Kohli-Rohit Sharma)। মেনে নিতে কষ্ট হচ্ছে এই হার। সাংবাদিক বৈঠকে এসে ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ড্রেসিং রুমের ছবিটা তুলে ধরেছেন।
মাঠের ভিতরেও আবেগের নানা রং। চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছেড়েছেন রোহিত শর্মা। মহম্মদ সিরাজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছেন। আউট হওয়ার পর বিরাট কোহলিকেও ছলছল চোখে মাঠ ছাড়তে দেখা যায়। রাহুল দ্রাবিড় সাংবাদিক বৈঠকে বলেছেন, ”রোহিত শর্মা খুবই হতাশ। ড্রেসিং রুমে বাকিরাও হতাশ। ড্রেসিং রুমে আবেগের ছড়াছড়ি।”
ভারতের কোচ বলেছেন, ”কোচ হিসেবে এই দৃশ্য দেখাও খুব কঠিন। আমি জানি ছেলেরা কতটা কঠিন পরিশ্রম করেছে। এর পিছনে রয়েছে আত্মত্যাগের কাহিনিও।”
দ্রাবিড় আরও বলেছেন, ”চোখে দেখা খুব কঠিন। কারণ ব্যক্তিগত ভাবে আমি প্রত্যেককে জানি। প্রত্যেকে কী পরিশ্রম করেছে সেটাও খুব সামনে থেকে দেখেছি।”বল হাতে তিনি আগুন জ্বালিয়েছেন বিশ্বকাপে। অধিনায়ক রোহিত শর্মা যখনই তাঁর পিঠে হাত রেখে বল তুলে দিয়েছেন, তখনই অধিনায়ককে উইকেট এনে দিয়েছেন। তিনি মহম্মদ শামি। টুর্নামেন্টের শেষে তাঁর সংগ্রহে ২৪টি উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি। সেই তিনিই অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারের পরে লিখেছেন, এই বড়ি হজম করা খুবই কঠিন।
বিশ্বকাপে মেঘের উপর দিয়ে হাঁটছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল ‘মেন ইন ব্লু’। ফাইনালে পা হড়কাল রোহিতের টিম ইন্ডিয়া। একটা ম্যাচে হার আগের পরিশ্রমগুলোয় জল ঢেলে দিল। অজিদের কাছে হারের অব্যবহিত পরে শামি (Mohammed Shami) সোশাল মিডিয়ায় তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘তুমি কিছু জিতবে, কিছু হারবে। আমাদের জন্য এই বড়ি গেলা খুব কঠিন। তবে আমরা আমাদের মাথা উঁচু রাখছি। এই দলের জন্য গর্বিত। পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আমাদের সমর্থন করে যেও।”
শামি-রোহিতদের ভেঙে পড়া দেখে স্থির থাকতে পারেননি রাহুল দ্রাবিড়ও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.