Advertisement
Advertisement

Breaking News

ODI World Cup 2023

ODI World Cup 2023: এক বলও না খেলে প্যাভিলিয়নে! বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউজ

ম্যাথিউজের আউট নিয়ে জোর চর্চা।

ODI World Cup 2023: Angelo Mathews became the first batter in international cricket to be dismissed by timed out । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 6, 2023 5:02 pm
  • Updated:November 6, 2023 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও কেউ আউট হতে পারেন! বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কোনও বল না খেলেই আউট হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। নিয়ম না জানার জন্যই কি এভাবে আউট হতে হল তাঁকে? শ্রীলঙ্কার এই তারকা ব্যাটারের এভাবে আউট হওয়া নিয়ে বিতর্ক হতেই পারে। ঘটনা হল, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইমড আউট’-এর শিকার অ্যাঞ্জেলো ম্যাথিউজই। একটি বলও না খেলে আউট হতে হয় ম্যাথিউজকে। 

কী হয়েছিল? যে হেলমেট পরে খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটারটি, সেই হেলমেট ঠিকঠাক ছিল না। হেলমেটের স্ট্র্যাপে কিছু একটা সমস্যা ছিল। ছিঁড়েই গিয়েছিল সেই স্ট্র্যাপ। ড্রেসিং রুমের দিকে কিছু একটা বলতে দেখা যায় ম্যাথিউজকে। তাঁর জন্য অন্য একটি হেলমেটও আনা হয়। সেই হেলমেট আনতে খরচ হয় অনেকটাই সময়। সময় বেশি লাগায় বাংলাদেশের ক্রিকেটাররা অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিপক্ষে ‘টাইমড আউটে’র আবেদন করেন। এই নিয়মেই আউট হন ম্যাথিউজ। 

Advertisement

[আরও পড়ুন: ODI World Cup2023: ‘কোহলি স্বার্থপর’, প্রসাদের টুইট ভাইরাল সোশাল মিডিয়ায়]

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ”একজন ব্যাটসম্যানের আউট হওয়ার পর বা অবসর নেওয়ার পর নতুন যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বল মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাঁকে টাইমড আউট হতে হবে।”

তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, এক্ষেত্রে ২ মিনিট সময় ধার্য করা হচ্ছে ব্যাটারকে। ২ মিনিটের বেশি সময় তিনি নেন। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাথিউজকে ‘টাইমড আউট দেন আম্পায়াররা। আউট হয়ে ফেরার পথে হেলমেট ছুড়ে ফেলে দিতে দেখা যায় ম্যাথিউজকে।  

 

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: কোন তিন বিশ্বজয়ী অধিনায়কের তালিকায় নাম লেখাতে পারেন রোহিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement