Advertisement
Advertisement
বিরাট কোহলি

সিরিজ জিতে পরীক্ষা-নিরীক্ষার ভাবনা ভারতের, আজ দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

কারা কারা সুযোগ পাচ্ছেন?

NZ vs IND: Series sealed, India may look for experimentation
Published by: Subhajit Mandal
  • Posted:January 31, 2020 9:34 am
  • Updated:January 31, 2020 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দন্ত ছন্দে দল। সদ্য কিউয়ি ভূমিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, সিরিজের প্রথম দুই ম্যাচ ভারত যেভাবে খেলেছে তাতে মনেই হচ্ছে না, বিরাট-ব্রিগেড এই সিরিজে কোনও ম্যাচ হারতে পারে। টিম ইন্ডিয়ার লক্ষ্য যে কিউয়িদের হোয়াইটওয়াশ করা, তা জানিয়ে দিয়েছেন খোদ অধিনায়ক বিরাটও। আবার একই সঙ্গে শেষ দুই ম্যাচে যে ভারত পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে চলেছে, তাও জানিয়ে দিয়েছেন কোহলি।

India
আজ ওয়েলিংটনে সিরিজের চতুর্থ ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে কোহলি জানিয়ে দিয়েছেন, “আমাদের লক্ষ্য অবশ্যই ৫-০ তে সিরিজ জেতা। তবে, একই সঙ্গে আমরা তরুণদেরও সুযোগ দিয়ে দেখে নিতে চাই। দেখতে চাই, এই পরিবেশে ওঁরা কেমন খেলছে।” ভারতীয় শিবির সূত্রের খবর, আজ প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন নবদীপ সাইনি (Navdeep Saini) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। এই দুই তারকাকেই আগামী বিশ্বকাপের জন্য প্রাথমিক দলে ভেবে রাখা হচ্ছে। এঁদের দলে নিতে হলে বাদ পড়তে পারেন শার্দূল ঠাকুর। তাঁর জায়গায় আসতে পারেন নবদীপ সাইনি। আর জাদেজাকে বিশ্রাম দিয়ে দলে নেওয়া হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। অন্যদিকে, ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসনরাও দলে ফেরার অপেক্ষায়। এই দুই তারকার মধ্যে একজনকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বিশ্রামে যেতে হবে মণীশ পাণ্ডে বা শ্রেয়স আইয়ারকে। এই মুহূর্তে শ্রেয়স যে ফর্মে আছেন, তাতে তাঁকে বসানো মুশকিল হবে। সেক্ষেত্রে বাদ পড়তে হতে পারে মণীশ পাণ্ডেকে।

Advertisement

India

[আরও পড়ুন: সুপার ওভারে দুর্দান্ত জয়, কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস ভারতের]

সিরিজে দুর্দান্ত ফর্মে থাকলেও ওয়েলিংটনে কিউয়িদের ফর্ম চিন্তায় রাখবে ভারতকে। ২০১৪ সালের পর এই মাঠে কিউয়িরা হারেনি। শেষ ৬ টি-টোয়েন্টির সবকটিই জিতেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনের মাঠে আগে ব্যাট করে গড় ১৭৮ রান। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই যাঁরা আগে ব্যাট করেছে তাঁরাই জিতেছে। সেক্ষেত্রে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এদিন আবার বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। কেন এমনিতে কিউয়ি অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক। আজ আর ৪১ রান করলে তিনি টি-টোয়েন্টিতে গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যেতে পারেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement