নিউজিল্যান্ড – ২৬০/৭ (মার্টিন গুপ্তিল ৭২, অমিত মিশ্র ১০-৪২-২)
ভারত – ২৪১ রানে অল আউট (অজিঙ্ক রাহানে ৫৭, টিম সাউদি ৯-৪০-৩)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় ম্যাচ যদি রেকর্ড ভাঙা-গড়ার জন্য বিখ্যাত হয়ে থাকে তবে রাঁচির চতুর্থ একদিনের ম্যাচ ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার দিন হিসাবে লেখা থাকবে৷ ক্যাপ্টেন কুলের ঘরের মাঠ রাঁচি৷ প্রত্যাশিতভাবেই ঘরের ছেলের তুখোড় দক্ষতায় ম্যাচ বের করা চাক্ষুষ করতে এসেছিলেন দর্শকরা৷ কিন্তু বিধি বাম৷ আগের ম্যাচের এত ভাল পারফরম্যান্সের ছিটেফোঁটা ঝলকও দেখা গেল না এদিন৷ তাই কিউয়িদের ২৬০ রানে আটকে দিয়েও ম্যাচ জিততে পারল না ধোনির ভারত৷ ম্যাচ জিতে সিরিজে ফের সমতা ফেরালেন রস টেলররা৷
ভারতীয় টপ ব্যাটিং বর্ডারের ব্যর্থতার দিনে চাপ ধরে রাখতে পারল না মিডল ও লোয়ার মিডল অর্ডার৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ল মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়াদের যাবতীয় প্রতিরোধ৷ টিম সাউদি, নিশামের আগুনে পেসের সামনে টিকতে পারেননি কেউই৷ অজিঙ্ক রাহানে ৫৭ রান করলেও এদিন ফের ব্যর্থ রোহিত শর্মা৷ ব্যাটে-বলে কানেক্টই করতে পারছেন না তিনি৷ আগের ম্যাচে সার্ধশতরান করা কোহলিও এদিন অর্ধশতরানের দোরগোড়ায় প্যাভিলিয়নে ফিরে যান৷ এদিন তিনি করেছেন ৪৫ রান৷ আগের ম্যাচগুলির মতো এদিনও চার নম্বরে ব্যাট করতে নামেন ঘরের ছেলে মাহি৷ মাঠে যখন ব্যাট-প্যাড পরে তিনি ঢুকছিলেন গোটা স্টেডিয়াম তখন মাহির জন্য সমর্থকদের উল্লাসে ফেটে পড়ছে৷ কিন্তু এদিন অনেক তাড়াতাড়িই মাত্র ১১ রান ক্লিন বোল্ড হয়ে ফিরে গেলেন তিনি৷ তারপর এক এক করে ফিরে যান মণীশ, কেদার যাদব, হার্দিকরা৷ মিডল অর্ডারে লম্বা পার্টনারশিপ না গড়তে পারার খেসারত দিতে হল ভারতকে৷ শেষপর্যন্ত ভারতের লড়াই শেষ হয়ে যায় ২৪১ রানে৷ ১৯ রানে হেরে যায় ভারত৷
শেষদিকে অক্ষর প্যাটেল ও অমিত মিশ্র একটা চেষ্টা করেছিলেন ম্যাচ বাঁচানোর৷ ৩৮ রান করে এদিন আউট হয়ে যান অক্ষর৷ তাঁকে এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামিয়ে ফাটকা খেলেছিলেন ধোনি৷ কিন্তু উল্টোদিকে একের পর এক সঙ্গী হারিয়ে একলা পড়ে যান অক্ষর৷ কেন উইলিয়ামসনের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সির কাছে হার মানে অক্ষর-অমিতের লড়াই৷ সব মিলিয়ে রাঁচির ঘরের মাঠে সুখকর অভিজ্ঞতা হল না ধোনির৷ পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচেই সিরিজের ফয়সলা হবে৷ এই ম্যাচ জিতে সিরিজ ২-২ করল কিউয়িরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.