সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই তাই ছোট ফরম্যাটের ক্রিকেট নিয়েই এখন বেশি আগ্রহ ক্রিকেটপ্রেমীদের। মহারণের আগে বেশ ভাল ফর্মে রয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং। কিন্তু নিউজিল্যান্ডে পা রাখা মাত্রই ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেন?
দেশের মাটিতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। লাগাতার সিরিজ জিতে রেকর্ডও গড়েছেন ক্যাপ্টেন কোহলি। কিন্তু কিউয়িবাহিনীর বিরুদ্ধে বিরাটদের পরিসংখ্যান একেবারেই সন্তোষদায়ক নয়। ইংল্যান্ড বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভারতের অতীত রেকর্ড বেশ শোচনীয়। বিশেষ করে কেন উইলিয়ামসনদের ঘরের মাঠে অনেকটাই ব্যাকফুটে কোহলিরা। আর সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, কিউয়িদের বিরুদ্ধে ১১টি ম্যাচে মাত্র তিনটি জয় এসেছে ভারতের ঝুলিতে। অর্থাৎ ২৭.২৭। এটাই কোনও দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সবচেয়ে দুর্বল গ্রাফ। যে সব দলের বিরুদ্ধে অন্তত পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, এই পরিসংখ্যান সেই পরিপ্রেক্ষিতে।
এখানেই শেষ নয়, অতীতে নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। সেক্ষেত্রে জয়ের গড় ২০ শতাংশ। তাছাড়া আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। ঋষভ পন্থের চোট থাকায় উইকেটকিপারকে নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে দলকে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কেএল রাহুল যদি উইকেটের পিছনে দাঁড়ানোর সুযোগ পান, তাহলে তাঁর সামনেও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবমিলিয়ে বেশ চাপেই গোটা দল। যদিও দল যে ফর্মে রয়েছে, তাতে বেশ আত্মবিশ্বাসী কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। ধাওয়ান বাদ পড়ায় দুঃখপ্রকাশ করেন তিনি। তবে রাহুলের কিপিং প্রসঙ্গে শাস্ত্রীর মন্তব্য, “আমরা সবসময় অপশন পছন্দ করি।”
টি-টোয়েন্টিতে ভারতের ফর্ম নিয়ে খুশি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বলেন, “টি-টোয়েন্টিতে আমরা ভাল রান তাড়া করছি। প্রথম ব্যাট করলেও একইরকম ভাল খেলতে হবে। আমার কিছু চিন্তাভাবনা রয়েছে, যা বিরাট, শাস্ত্রী আর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করব। আমার খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলিনি। তবে বিশ্বকাপের জন্য একেবারে তৈরি দল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.