সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব খেলবে ভারতীয় দল। ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। দীর্ঘ দিন পর দলে ফিরলেন অজিঙ্ক রাহানে। পনেরো জনের ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন লোকেশ রাহুলও। দলে নেই সূর্যকুমার যাদব।
আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। আইপিএলের পরেই দল উড়ে যাবে ইংল্যান্ডের উদ্দেশে। সূর্যকুমার যাদব ছাড়াও কুলদীপ যাদব এবং ইশান কিষান স্থান পাননি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের দলে। চোট থাকায় বাদ পড়েছেন শ্রেয়স আইয়ারও। অন্যদিকে দীর্ঘ দিন পর দলে ফিরলেন রাহানে। ৩৪ বছরের রাহানে শেষবার টেস্ট দলে ছিলেন গত বছরের জানুয়ারি মাসে। অন্যদিকে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন শার্দুল ঠাকুর।
বিশ্ব টেস্ট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তিন নম্বর ব্যাট চেতেশ্বর পুজারা। চারে বিরাট কোহলি। মনে করা হচ্ছে পাঁচ নম্বরে দেখা যেতে পারে রাহানেকে। অন্যদিকে ঋষভ পন্থের অনুপস্থিতিতে ইউকেটে পিছনে ভরসা যোগাবেন শ্রীকর ভরত। এই দলে ভারতের হয়ে ৮২টি টেস্ট খেলা রাহানের কামব্যাককে বড় চমক মনে করা হচ্ছে। খারাপ পারফরম্যান্সের জেরে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। সাম্প্রতিককালে ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছিলেন। আইপিএলেও ছন্দে রয়েছেন। সেই কারণেই কী রাহানের ‘কামব্যাক’? ৩৪ বছরের রাহানেকে ফেরানো হলেও দলে জায়গা হয়নি ঋদ্ধিমান সাহার।
একনজরে দেখে নেওয়া যাক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমান গিল কেএল রাহুল চেতেশ্বর পূজারা বিরাট কোহলি অজিঙ্ক রাহানে কেএস ভরত (উইকেটকিপার) রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল শার্দূল ঠাকুর মহম্মদ শামি মহম্মদ সিরাজ উমেশ যাদব এবং জয়দেব উনাদকাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.