Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

‘শুধু ধোনির জন্য গলা ফাটালেই…’, সিএসকে ভক্তদের আচরণে ‘বিরক্ত’ চেন্নাইয়ের প্রাক্তনী!

মাহির সঙ্গে কি তাঁর সম্পর্কে ফাটল ধরল?

'Not Dhoni, but support for the team', what did the former cricketer say before the 'Southern Derby' of IPL 2025?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:March 28, 2025 2:17 pm
  • Updated:March 29, 2025 11:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিএসকে মানেই যেন মহেন্দ্র সিংহ ধোনি! একবার তাঁকে ব্যাট হাতে দেখার জন্য অপেক্ষা করে থাকেন চেন্নাইভক্তরা। কিন্তু তাঁদের সেই আবেগ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সিএসকে তারকা অম্বাতি রায়ডু। তাঁর মতে, দর্শকদের আবেগ ধোনিকে নিয়ে বেশি মনে হয়, সিএসএকে’কে নিয়ে কম। শুক্রবার সন্ধ্যায় রয়েছে দক্ষিণী ডার্বি। মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু স্থানীয়দের কাছে ম্যাচটি ধোনি বনাম কোহলির। আর এই আবহেই মুখ খুললেন অম্বাতি রায়ডু। পুরো বিষয়টিকে তিনি বললেন ‘অদ্ভুত’।

চিপকে উইকেট পড়লে দর্শকদের মধ্যে ধোনির জন্য কাউন্টডাউন শুরু হয়ে যায়। এ যেন অনেকটা শচীন তেণ্ডুলকরের সময়কার কথা মনে করিয়ে দেয়। টেস্ট ম্যাচে ভারতের দ্বিতীয় উইকেট পড়লেই দর্শকদের মনে আনন্দের সঞ্চার হত। রায়ডুর কথায়, “নতুনদের কাছে এটা বেশ কঠিন। দর্শকদের সমর্থন অসাধারণ। কিন্তু খেলার সময় বোঝা যায় যে, তাঁরা সিএসকে’র ভক্ত হওয়ার আগে এমএস ধোনির ভক্ত। এটা বেশ পরিষ্কার। এবং সত্যও। কারণ বছরের পর বছর ধরে তাঁকে যথাযথভাবে ‘থালা’ বা নেতা বলা হয়েছে। সেটা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেখানে মানুষ তাঁর প্রেমে পাগল।”

Advertisement

রায়ডু বলেন, “এটা অনেক বছর ধরেই চলছে। কয়েকজন এটা অনুভবও করেছেন। যদিও আমরা ধোনিকে ভালোবাসি। সকলেই তাঁকে ভালোবাসেন। আমরা তাঁকে ব্যাট করতে দেখতেও চাই। কিন্তু কখনও কখনও অন্য কথাও মনে হয়। বিশেষ করে যখন ব্যাট করতে যাচ্ছেন, সেই সময় যদি দর্শকরা চিৎকার করে, তখন মনে হয় আপনাকে আউট হতে বলা হচ্ছে। অথবা তাঁরা আউট হওয়ার প্রত্যাশা করছে।”

প্রাক্তন সিএসকে তারকার সংযোজন, “এটা বেশ অদ্ভুত। সকলেই দলের জন্য সেরাটা দিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভালো কিছু করার জন্য মুখিয়েও রয়েছেন। বুঝতে হবে, এখানে থাকার জন্য তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। নিজের দলের দর্শকদের কাছ থেকেই যদি এমন কিছু ঘটে, তখন সেটা মোটেও প্রত্যাশিত নয়।”

অনেকেই বলছেন, এর জন্য তো আর শচীন বা ধোনিকে দোষ দেওয়া যায় না। তাঁরা তো ‘ভক্তের ভগবান’। আর এ দেশে এটা প্রচলিত ট্রেন্ড। তবে রায়ডু বলছেন, “দলের জন্য গলা ফাটান। খেলোয়াড়দের সমর্থন করুন। বিশেষ করে রবীন্দ্র জাদেজাকে। যিনি সাম্প্রতিক অতীতে ফ্র্যাঞ্চাইজির হয়ে অসাধারণ খেলেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচও জিতিয়েছেন। জানি না ধোনি কখনও এই বিষয়ে কথা বলবেন কিনা। অতীতেও তিনি এই বিষয়ে কিছু বলেননি।” রায়ডুর এমন মন্তব্যের পর প্রশ্ন উঠে গেল, তিনি কি ধোনিকে ঈর্ষার নজরে দেখেন? তাই কি মাহির সঙ্গে কি তাঁর সম্পর্কে ফাটল ধরল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub