Advertisement
Advertisement

Breaking News

India Harmanpreet Kaur Time Magazine

Harmanpreet Kaur: মুকুটে নতুন পালক, বিরাট-রোহিতদের ছাপিয়ে টাইম ম্যাগাজিনে হরমন

দারুণ সম্মান পেলেন ভারতীয় ক্রিকেটের 'পোস্টার গার্ল'।

No Virat Kohli or Rohit Sharma, Harmanpreet Kaur only Indian cricketer in Time magazine list of emerging leaders। Sangbad Pratidin

এবার টাইমস ম্যাগাজিনে হরমনপ্রীত কৌর। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 14, 2023 10:20 pm
  • Updated:September 14, 2023 10:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আগ্রাসী মানসিকতার। তিনি বিতর্কিত। তিনি ভারতীয় মহিলা ক্রিকেটে দলের (Indian Womens Cricket Team) অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। এবার এহেন হরমনের মুকুটে যোগ হল নতুন পালক। টাইম ম্যাগাজিনে (Time Magazine) এবার হরমন। ‘টাইম ১০০ নেক্সট’-এ বিরাট সম্মান জানানো হল তাঁকে। অনেকেই মনে করেছিলেন এবার এই পুরষ্কার বিরাট কোহলি (Virat Kohli) কিংবা রোহিত শর্মার (Rohit Sharma) ঝুলিতে যাবে। তবে টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকাকে ছাপিয়ে ভারতের মহিলা দলের ‘পোস্টার গার্ল’।

টাইম ম্যাগাজিন সম্মান জানিয়েছে তাঁর আগ্রাসনকে। তিনি মেয়েদের ক্রিকেটকে বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া সম্পত্তিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৩৪ বছর বয়সী হরমনপ্রীত ভারতের মহিলা ক্রিকেট টিমকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হয় একাধিক মহিলা ক্রিকেটাররা।

Advertisement

[আরও পড়ুন: এশিয়ান গেমসে কবে, কোথায় খেলতে নামবে টিম ইন্ডিয়ার পুরুষ-মহিলা দল]

মেয়েদের ক্রিকেট নিয়ে আলোচনা করলে হরমনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের দুর্ধর্ষ ইনিংসের কথা আসবেই। শুধু মাঠেই নয়, হরমনপ্রীত মাঠের বাইরেও একজন চরিত্র। তাই এবার তিনি টাইমস ম্যাগাজিনে জায়গা করে নিলেন। O

২০২২ সালে হরমনের নেতৃত্বে ভারতীয় মহিলা দল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিল। এবার এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। অবশ্য বাংলাদেশে সফরে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়ার জন্য আইসিসি তাঁকে দুই ম্যাচে নির্বাসিত করেছে। ফলে এশিয়ান গেমসের দুই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে ভারতের মহিলা দল ফাইনালে উঠলে দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা।

দেশের জার্সিতে এখনও পর্যন্ত হরমন ১৫৪টি টি-টোয়েন্টি, ১২৭টি ওডিআই এবং ৩টি টেস্টে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের এই তিন ফরম্যাটে তাঁর রান যথাক্রমে ৩১৫২, ৩৩৯৩ ও ৩৮ রান।

এশিয়াডে ভারতের মহিল দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অমনজ্যোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি শ্রাবণী, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিনু মানি, কণিকা আহুজা, উমা ছেত্রী, অনুশা বারেড্ডি।
স্ট্যান্ড বাই: হরলিন দেওল, কে গৌতম, স্নেহ রানা, সাইকা ইশাক, পূজা বস্ত্রকর।

[আরও পড়ুন: ম্যাচ উইনার শামিকে বসিয়ে রাখা কতটা কঠিন? খোলসা করলেন পারস মাম্বরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement