Advertisement
Advertisement
Rohit Sharma

টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে? মুখ খুললেন জয় শাহ

হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়েও আপডেট দিলেন বোর্ড সচিব।

No decision on Rohit Sharma’s captaincy for T20 World Cup, hints Jay Shah | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 10, 2023 10:37 am
  • Updated:December 10, 2023 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপের নেতা হিসাবে তাঁর কথা ভাবা হচ্ছে কি? বিসিসিআইয়ের কাছে স্পষ্টভাবে জানতে চেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতের যুক্তি ছিল, হাতে সময় বেশি নেই। তাই এখনই ঠিক হয়ে যাওয়া উচিত কার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া।

রোহিত এও জানিয়ে দিয়েছিলেন, বোর্ড (BCCI) যদি তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে অধিনায়ক হিসাবে ভাবে তাতেও তাঁর আপত্তির কোনও জায়গা নেই। সেক্ষেত্রে আর টি-২০ ক্রিকেটে তিনি ফিরবেন না। কিন্তু তাঁকে অধিনায়ক করা হলে এখনই স্পষ্ট করে দেওয়া হোক। ভারত অধিনায়কের এই বক্তব্যের একপ্রকার বিরোধিতা করে গেলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। তিনি জানিয়ে গেলেন, অধিনায়ক কে হবেন, সেটা এখনই স্পষ্ট করার সময় আসেনি। টি-২০ বিশ্বকাপ জুন মাসে। তার আগে অনেক সময় আছে।

Advertisement

[আরও পড়ুন: পদমর্যাদা শিক্ষকের, বেতন অশিক্ষক কর্মীর থেকেও কম! ভোকেশনাল শিক্ষকদের ‘বঞ্চনা’য় ক্ষুব্ধ হাই কোর্ট]

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল নির্বাচনের আগে শোনা গিয়েছিল, বিসিসিআই (BCCI) রোহিতকেই টি-২০ বিশ্বকাপের অধিনায়ক হিসাবে চাইছে। কিন্তু জয় শাহের কথায় ইঙ্গিত মিলল, বোর্ড হার্দিক পাণ্ডিয়ার ফিটনেসের দিকটা দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে। বোর্ড সচিব বললেন,”টি-২০ বিশ্বকাপ সেই জুন মাসে। তার আগে একটা গোটা আইপিএল (IPL) হবে। আফগানিস্তান সিরিজ হবে। এখনই অধিনায়ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দরকারটা কী?”

[আরও পড়ুন: লটারি জেতার ২৪ ঘণ্টার মধ্যে পুকুরে মিলল যুবকের দেহ, টাকার লোভে খুন?]

হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়েও আপডেট দিয়ে গিয়েছেন বোর্ড সচিব। বিশ্বকাপের মাঝে চোট পান হার্দিক। চোট এতটাই গুরুতর ছিল যে, পুরো টুর্নামেন্টে খেলতে পারেননি। এমনকী দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে পারেননি। পরের মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজ থেকে হার্দিক (Hardik Pandya) ফিরতে পারেন। তেমনই ইঙ্গিত দিয়েছেন জয় শাহ। বলেছেন, ‘‘আমরা প্রত‌্যেক দিন হার্দিকের অবস্থার উপর নজর রাখছি। ও এনসিএতে রয়েছে। ও ফিট হয়ে গেলে জানিয়ে দেওয়া হবে। তবে আশা করছি আফগানিস্তান সিরিজের আগেই হার্দিক ফিরে যাবে।’’ প্রশ্ন হল, হার্দিক ফিরলে কী তিনিই টি-২০ অধিনায়ক হবেন, নাকি ভরসা রাখা হবে রোহিতের উপর? জয় শাহ এখনই সিদ্ধান্ত নিতে নারাজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement