সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে’তে শেষ বলে নাটকীয় হার ভারতীয় মহিলা টিমের (Indian Women’s Cricket Team)। এই নিয়ে টানা ২৬ ম্যাচ জিতল অজিরা। কিন্তু অস্ট্রেলিয়ার এই ২৬তম জয় নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সমর্থকদের দাবি, ঝুলন গোস্বামীর করা ম্যচের শেষ বলটি অনৈতিকভাবে ‘নো’ বল দিয়েছেন আম্পায়ার। সেজন্যই জেতা ম্যাচ হারতে হয়েছে ভারতকে।
No ball? Y/N#AUSvIND pic.twitter.com/QP70Obgqbl
Advertisement— cricket.com.au (@cricketcomau) September 24, 2021
শেষ বলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার তিন রান দরকার ছিল। ঝুলন গোস্বামী (Jhulan Goswami) শেষ বলটা ফুলটস করেন। ক্যারির শট সোজা স্কোয়ার লেগে ফিল্ডারের হাতে চলে যায়। ভারতীয় দল সেলিব্রেটও করতে শুরু করে দেয়। কিন্তু শেষমেশ থার্ড আম্পায়ার সেটিকে নো বল দিয়েছেন। তারপর শেষ বলে ১ রান করে ম্যাচটা জিতে নেয় অস্ট্রেলিয়া।
একটা সময় মনে হচ্ছিল মিতালি রাজের টিম খুব সহজেই ম্যাচটা জিতবে। স্মৃতি মান্ধানার দুরন্ত ৮৬ আর রিচা ঘোষের (Richa Ghosh) ৪৪ রানের সুবাদে ভারত ২৭৪/৭ তুলেছিল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। ৫২ রানের মধ্যে চার উইকেট চলে যায় তাদের। কিন্তু সেখান থেকে দুর্ধর্ষ কামব্যাক করে অজিরা। সেঞ্চুরি করেন ওপেনার বেথ মুনি (১২৫)। তাহিলা ম্যাকগ্রা করেন ৭৪। শেষদিকে ৩৮ বলে ৩৯ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জেতান নিকোলা ক্যারি। কিন্তু অজিদের এই জয় একেবারেই প্রশ্নাতীত নয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা বলতে শুরু করেছেন, বিরাট কোহলির (Virat Kohli) মতো দাপুটে ক্রিকেটার মাঠে থাকলে ওই বলটি কিছুতেই নো বল দিতেন না থার্ড আম্পায়ার। কারও কারও আবার বক্তব্য, এখানে স্পষ্টতই ভারতের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে।
যদিও, ভারতীয় দল এটা নিয়ে তেমন জলঘোলা করতে চাইছে না। ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ বলেছেন, “আমার জীবনে দেখা সব থেকে কঠিন শেষ বল ছিল ওটা। ভাবতে পারিনি এটা নো-বল হবে। তবে এটা খেলারই অঙ্গ।” ওপেনার স্মৃতি মান্ধানা বলছেন, “এখনও পর্যন্ত ওই বলের রিপ্লে দেখা হয়নি। তাই সেটা কোমরের উপরে ছিল কিনা, সেটা এখনই বলতে পারব না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.