সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’নম্বর হলেই সেরা হওয়ার সম্ভাবনা বেশি। গত ১১ বছর ধরে আইপিএলে চলে আসছে সেই ট্র্যাডিশনই। ২০১১ সালে আইপিএলে প্লে-অফ (IPL Playoff) সিস্টেম চালু হয়েছে। তারপর থেকে প্রতিবছর যারা লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে তারা প্রত্যেকে ফাইনাল খেলেছে। এই ১১ বছরে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয় স্থানে থাকা দলগুলিই।
২০১১ সাল: ২০১১ সালেই আইপিএলে প্লে-অফ পদ্ধতি শুরু হয়। তার আগে সাধারণ সেমিফাইনাল ফরম্যাটে খেলা হত। সেবছর দ্বিতীয় স্থানে শেষ করা চেন্নাই সুপার কিংস ফাইনালে ওঠে। এবং আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
২০১২ সাল: গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সেবছর দ্বিতীয় হয়েছিল। ফাইনালে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাইটরাই।
২০১৩ সাল: ফাইনালে ওঠে মুম্বই ইন্ডিয়ান্স। তারাও চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
২০১৪ সাল: এবারেও দ্বিতীয় হয় কলকাতা। এবারেও চ্যাম্পিয়ন হয় নাইটরাই। ফাইনালে প্রতিদ্বন্দ্বী ছিল পাঞ্জাব কিংস (PBKS)।
২০১৫ সাল: এবারে দু’ইয়ে শেষ করে মুম্বই। এবারেও ফাইনালে উঠে ফের চ্যাম্পিয়ন হন রোহিতরা।
২০১৬ সাল: এবারে দ্বিতীয় স্থানে শেষ করে বিরাট কোহলির আরসিবি। তবে, ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি তাঁরা।
২০১৭ সাল: ২০১৭ সালে ফাইনালে ওঠে সঞ্জীব গোয়েঙ্কার রাইজিং পুণে সুপারজায়ান্টস। তারাও ফাইনালে ওঠে। যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি পুণের দলটি।
২০১৮ সাল: এবারে দ্বিতীয় স্থানে শেষ করে ধোনির চেন্নাই। ফাইনালে ওঠে তাঁরা। চ্যাম্পিয়নও হয় হায়দরাবাদকে হারিয়ে।
২০১৯ সাল: এবারেও দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই। তবে এবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি ধোনিরা।
২০২০ সাল: গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠে দিল্লি ক্যাপিটালস। কিন্তু রোহিতের (Rohit Sharma) মুম্বইয়ের কাছে হারে তাঁরা।
২০২১ সাল: লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই আবারও ফাইনালে ওঠে। এবার তাঁরা হারায় কলকাতাকে।
এবছরও ১১ বছরের ধারা বজায় রেখে ফাইনালে উঠেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান (Rajasthan Royals)। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ প্রথমবার খেলতে নামা গুজরাট টাইটান্স (Gujarat Titans)। তাঁদের হাতেও ইতিহাস গড়ার হাতছানি। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ রাজস্থানই একমাত্র দল যারা প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়। সেই নজির ছুঁয়ে ফেলার হাতছানি আছে হার্দিকদের কাছেও। এখন দেখার চ্যাম্পিয়ন কারা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.