Advertisement
Advertisement

Breaking News

Nitish Kumar Reddy

অজি সফরে স্বপ্নের অভিষেক, হাঁটু দিয়ে সিঁড়ি ভেঙে তিরুপতি দর্শনে নীতীশ রেড্ডি!

গত দুমাসে ক্রিকেটার ও মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত করার সুযোগ পেয়েছেন, সোশাল মিডিয়ায় বার্তা নীতীশের।

Nitish Kumar Reddy visits Tirupati Temple, climbs stairs on knees after stunning India debut
Published by: Arpan Das
  • Posted:January 14, 2025 9:45 am
  • Updated:January 14, 2025 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে একপ্রকার স্বপ্নের অভিষেক হয়েছে নীতীশ কুমার রেড্ডির। আর দেশে ফিরেই চলে গেলেন তিরুপতি মন্দিরে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার। সেখানে দেখা যাচ্ছে, পা দিয়ে নয়, হাঁটুর সাহায্যে মন্দিরের সিঁড়ি ভাঙছেন তিনি।

অজি সফরে হাজারও ব্যর্থতার মধ্যে ভারতের প্রধান প্রাপ্তি নীতীশ। প্রথমে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে অনেক প্রশ্নই উঠেছিল। কিন্তু সুযোগ পেতেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন। দরকারের সময় দলের পতন রোধ করেছেন। মেলবোর্নে সেঞ্চুরি করেছেন। সিরিজে ৩৭.২৫ গড়ে করেছেন ২৯৮ রান। সেই সঙ্গে ৫টি উইকেটও পেয়েছেন। এখন ওয়ানডের জন্যও ভাবা হচ্ছে নীতীশের নাম।

Advertisement

অন্ধ্রপ্রদেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন তিনি। এবার ২১ বছর বয়সি তারকার গন্তব্য তিরুপতি মন্দির। সেখানে যাওয়ার ভিডিওর অংশ সোশাল মিডিয়ায় ভাইরাল। কারণ আর কিছুই নয়। পায়ে হেঁটে ওঠার বদলে হাঁটুতে ভর দিয়ে একের পর এক সিঁড়ি টপকে যাচ্ছেন তিনি। কষ্ট হলেও থামেননি। ক্রিকেট মাঠে বিরাট সাফল্যের পর নীতীশের ভক্তির প্রশংসাতেও পঞ্চমুখ নেটদুনিয়া।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে নীতীশ লিখেছেন, ‘একসময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দেখার জন্য ঘড়িতে অ্যালার্ম দিতাম। সেখান থেকে প্রথমবার বাস্তব অভিজ্ঞতা হল। গত দুমাসে একজন ক্রিকেটার ও মানুষ হিসেবে আরও উন্নতি করার সুযোগ পেয়েছি। সিরিজ এভাবে শেষ করতে চাইনি। কিন্তু আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement