Advertisement
Advertisement

Breaking News

BCCI committee

ক্রিকেটে রাজনীতি! রজার বিনির নতুন কমিটির অধিকাংশের সঙ্গেই রয়েছে রাজনীতির যোগ

শুধু বিজেপি নয়, বোর্ডের পদ পেয়েছেন এক কংগ্রেস নেতাও।

Newly formed BCCI committee members all linked with political parties | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 18, 2022 4:47 pm
  • Updated:October 18, 2022 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড কার্যত প্রতিষ্ঠালগ্ন থেকেই কমবেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারাই পরিচালিত হয়ে আসছে। মাঝখানে জগমোহন ডালমিয়া বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিছু তথাকথিত ‘অরাজনৈতিক’ ব্যক্তিত্ব বোর্ডের মসনদে বসলেও ভারতীয় বোর্ডকে পুরোপুরি রাজনীতিমুক্ত করতে পারেননি। বিসিসিআইতে (BCCI) রাজনীতির প্রভাব যে কতটা প্রবল, সেটা রজার বিনির নতুন কমিটি দেখলেই বোঝা যাবে। বিনি নিজে অরাজনৈতিক ব্যক্তিত্ব হলেও, তাঁর কমিটিতে যারা যারা রয়েছেন, তাঁদের অধিকাংশই কোনও না কোনওভাবে রাজনীতির সঙ্গে যুক্ত।

Newly formed BCCI committee members all linked with political parties

Advertisement

বিসিসিআইয়ের নতুন যে কমিটি হয়েছে তার সচিব হয়েছেন জয় শাহ (Jay Shah)। এমনিতে তিনি নিজে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু তাঁর আরেকটি পরিচয় সবার জানা। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির (BJP) একেবারের শীর্ষস্তরের নেতা অমিত শাহর (Amit Shah) ছেলে। বোর্ডের কোষাধ্যক্ষ পদে এসেছেন আশিস শেলার। তাঁর আরেক পরিচয়, তিনি মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক। দোর্দণ্ডপ্রতাপ এই নেতা মুম্বই বিজেপির সভাপতিও বটে। এর আগে তিনি ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের শীর্ষ পদে। বিসিসিআইয়ের সহ-সচিব হয়েছেন দেবজিত সাইকিয়া। তিনিও যুক্ত বিজেপির সঙ্গে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) ঘনিষ্ঠ।

[আরও পড়ুন: ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল, জল্পনার অবসান ঘটালেন জয় শাহ]

আইপিএলের (IPL) নতুন চেয়ারম্যান হচ্ছেন অরুণ ধুমল। তাঁরও একটি বড় রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরর (Anurag Thakur) ভাই। শুধু বিজেপি নয়, কংগ্রেসেরও এক নেতা বোর্ডের কমিটিতে ঠাঁই পেয়ে গিয়েছেন। তিনি রাজীব শুক্লা। কংগ্রেসের (Congress) রাজ্যসভার সাংসদ, তথা বর্ষীয়ান এই নেতা আগেও বোর্ডে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এবারে তিনি হয়েছেন সহ-সভাপতি।

[আরও পড়ুন: ভারতীয় বোর্ডে শেষ সৌরভ জমানা, সরকারিভাবে সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি]

তবে, কমিটির সকলে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও, বিসিসিআইয়ের নতুন কমিটির শীর্ষে যিনি রয়েছেন সেই রজার বিনি (Roger Binny) একেবারে অরাজনৈতিক ব্যক্তিত্ব। পুরোপুরি ক্রিকেটের লোক তিনি। নিজে বিশ্বকাপ জিতেছেন। ২০০০ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে কোচ হিসাবে চ্যাম্পিয়ন করেছেন তিনি। এমনকী, জাতীয় নির্বাচক হিসাবেও তিনি সফলভাবে কাজ করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement