সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। তার রেশ এখনও সমর্থকদের মধ্যে লেগে রয়েছে। তার মধ্যেই পাঁচদিনের ভারত সফরে এসেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। দিল্লির রাস্তায় ‘গলি ক্রিকেটে’ মেতে উঠলেন তিনি। আর তাঁর সঙ্গী বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব। ভারতের শ্বাসপ্রশ্বাসে যে ক্রিকেটের মাদকতা লেগে রয়েছে, তা যেন দিল্লির রাস্তায় টের পেলেন প্রধানমন্ত্রী লুক্সন।
অবশ্য আরও দুজন কিউয়ি ক্রিকেটার ছিলেন তাঁদের সঙ্গে। একরাশ কচিকাঁচার সঙ্গে ক্রিকেটের আনন্দে মাতলেন রস টেলর ও আজাজ প্যাটেল। সেখানে ব্যাটিং প্রতিভা দেখাতে ছাড়লেন না নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। বেশ কিছু ভালো শট মারেন, আজাজ প্যাটেলকে তালুবন্দিও করেন। কপিল দেবও তাঁর সঙ্গে ফিল্ডিং করেন। প্রধানমন্ত্রীর ফিল্ডিংয়ের প্রশংসা করেন আজাজ।
ইনস্টাগ্রামে খেলার ভিডিও শেয়ার করে লুক্সন বলেন, “অবিশ্বাস্য অনুভূতি। আমি দিল্লির রাস্তায় কপিল দেব ও কয়েকজন কচিকাঁচার সঙ্গে ক্রিকেট খেলছি। যঙ্গে ক্যাপশনে বলেন, “ক্রিকেটের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনও কিছুই ভারত ও নিউজিল্যান্ডকে এতটা একত্রিত করতে পারবে না।”
অবশ্য ক্রিকেটের প্রতি তাঁর প্রবল আগ্রহের নমুনা আগেও দেখা গিয়েছে। দিল্লির হায়দরাবাদ হাউজে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। সেখানে লুক্সন তুলে আনেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট সিরিজের কথা। তিনি বলেন, “আমার খুব ভালো লাগল যে প্রধানমন্ত্রী মোদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে নিউজিল্যান্ডের হারের বিষয়ের কথা তোলেননি। তাই আমিও ভারতের মাটিতে আমাদের টেস্ট সিরিজ জয়ের কথা বলছি না। বিষয়টা এভাবেই থাকুক। ক্রিকেটের সঙ্গে কূটনীতি মিশিয়ে লাভ নেই।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.