Advertisement
Advertisement
New Zealand Cricket Board

ভারতের মানচিত্রে নেই জম্মু ও কাশ্মীর! ভুল ছবি পোস্ট করে তুমুল বিতর্কে নিউজিল্যান্ড বোর্ড

এই ঘটনায় বিদেশমন্ত্রী এস জয়শংকরের পদক্ষেপও দাবি করেছেন নেটিজেনরা।

New Zealand Cricket Board Posts Wrong Map Of India, Later Deletes

ছবি: সংগৃহীত।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 22, 2024 11:50 am
  • Updated:October 22, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মানচিত্রে নেই লাদাখ-জম্মু ও কাশ্মীরের একাংশ! এমনই এক মানচিত্রের ছবি পোস্ট করা হয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেটের সোশাল মিডিয়ায়। তার পরেই নেটদুনিয়ার তুমুল বিতর্কের ঝড় ওঠে। ভারতীয় ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে আমজনতা সকলেই প্রশ্ন করেন, কী করে এমন মানচিত্র সোশাল মিডিয়ায় প্রকাশ করতে পারে একটি দেশের ক্রিকেট বোর্ড(New Zealand Cricket Board)? এমনকি বিদেশমন্ত্রী এস জয়শংকরকে এই প্রসঙ্গে পদক্ষেপ করতেও অনুরোধ করেন অনেকে।

ভারত সফরে তিনটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সেই তিন টেস্টের ভেন্যু এবং দিনক্ষণ ঘোষণা করতেই একটি গ্রাফিক্স কার্ড বানানো হয়। সেই কার্ড পোস্ট করা হয় নিউজিল্যান্ড ক্রিকেটের সোশাল মিডিয়ায়। ওই কার্ডেই ছিল ভারতের ভুল মানচিত্র। উত্তরদিকে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর এলাকার সীমানা অনেকখানি কমিয়ে দেখানো হয়েছিল। সেই দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্রে কী করে এত বড় ভুল হতে পারে, ওঠে সেই প্রশ্নও।

Advertisement

নেটিজেনদের অনেকেই কিউয়ি বোর্ডকে সরাসরি বলেন সোশাল মিডিয়ায় এভাবে ভুল মানচিত্র প্রকাশ করা একেবারেই ঠিক হয়নি। কেউ বা আবার গোটা ঘটনায় বিসিসিআই এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের হস্তক্ষেপ দাবি করেন। তবে প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সোশাল মিডিয়া থেকে বিতর্কিত মানচিত্রের ছবি সরিয়ে দেয় নিউজিল্যান্ড বোর্ড। তবে এই ঘটনা নিয়ে তাদের তরফে দুঃখপ্রকাশ করা হয়নি। তার জেরে এখনও বিতর্ক চলছে নেটদুনিয়ায়।

অন্যদিকে, ৩৬ বছর পর ভারতের মাটিতে মেন ইন ব্লুর বিরুদ্ধে টেস্ট জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। কিউয়িদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। বাকি দুটি টেস্টে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছে মেন ইন ব্লু।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement