আফগানিস্তান: ১২৪/৮ (নাজিব-৭৩, বোল্ট- ১৭/৩, সাউদি-২৪/২)
নিউজিল্যান্ড: ১২৫/২ (উইলিয়ামসন-৪০*)
৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
সংবাগ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারই ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। আজ আফগানবাহিনীকে হারিয়ে বিরাট কোহলিদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন কেন উইলিয়ামসনরা। সাঙ্গ হল সমস্ত হিসেব-নিকেশের পালা। এবারের মতো বিশ্বকাপ সফর শেষ টুর্নামেন্টের অন্যতম ‘ফেভারিট’ টিম ইন্ডিয়ার। সিনিয়র দলের জার্সি গায়ে আইসিসি টুর্নামেন্ট জয়ের ইতিহাস অধরাই রয়ে গেল ক্যাপ্টেন কোহলির। যে দল বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসেবে খেলতে এসেছিল মরুশহরে, সেই দলই ছিটকে গেল লজ্জাজনক ভাবে।
এবারের বিশ্বকাপ (T-20 World Cup 2021) শুধু ভারতীয় ক্রিকেটাররা কেন, গোটা দেশের ক্রিকেটপ্রেমীরাও মনে রাখতে চাইবেন না। শুরুতে পাকিস্তানের কাছে লজ্জার হার। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে মুখ থুবড়ে পড়ে তীব্র আক্রমণের শিকার হন অধিনায়ক কোহলি (Virat Kohli)। আর তারপরই কিউয়ি কাঁটায় বিদ্ধ দল। অতীত ঘাঁটলে দেখা যাচ্ছে, এই প্রথম নয়, বারবার নিউজিল্যান্ডের বাড়বাড়ন্তে আটকে গিয়েছে ভারতীয় দল বিজয়রথের চাকা। গত আঠারো বছরের কোনও আইসিসি (ICC) টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত।
New Zealand are into the semis 👏#T20WorldCup | #NZvAFG | https://t.co/oXtboiXfOA pic.twitter.com/KaX0wDYxCj
— ICC (@ICC) November 7, 2021
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছেই ১০ রানে হারতে হয় ধোনির ভারতকে। সেবার কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ধোনির ভারত (Team India)। ২০১৬ সালের কুড়ি-বিশের বিশ্বকাপের সেই বিভীষিকাময় রাতের স্মৃতি তো আজও তাড়িয়ে নিয়ে বেড়ায় ক্রিকেটপ্রেমীদের। মাত্র ৭৯ রানে ভারতকে অলআউট করেছিল ব্ল্যাক ক্যাপস। সেবারও ধোনিদের ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও বদলায়নি ছবিটা। সেমিফাইনালে উইলিয়ামসনদের কাছে হেরেই ছিটকে গিয়েছিল কোহলি অ্যান্ড কোং। সবশেষে চলতি বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়াকে হারিয়ে জয়ধ্বজা ওড়ায় নিউজিল্যান্ড। সেই ট্র্যাডিশন বজায় রইল দুবাইয়ের মাটিতেও। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচের উপরই ঝুলছিল ভারতের ভাগ্যের সুতো। দিনের শেষে কিউয়ি দাপটেই শেষ হল কোহলিদের বিশ্বকাপ অভিযান। আর সেই সঙ্গে গ্রুপ ২ থেকে শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান ও নিউজিল্যান্ড।
রবিবাসরীয় আবু ধাবিতে উইলিয়ামসনদের (Kane Williamson) বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নবি। কিন্তু কিউয়ি পেস ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান টপ অর্ডার। একের পর এক ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান বোল্ট, সাউদিরা। দাঁতে দাঁত চেপে একা গড় সামলালেন নাজিব। ৭৩ রানের দুরন্ত ইনিংস খেললেও টেল এন্ডাররা দ্রুত আউট হওয়ায় স্বস্তি দিল না স্কোরকার্ড। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে অবশ্য খুব বেশি মেহনত করতে হয়নি উইলিয়ামসনদের। সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০টি উইকেট তুলে নিয়ে ব্যক্তিগত রেকর্ড গড়লেন রশিদ খান। কিন্তু তাঁদেরও বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে খালি হাতেই।
বিরাট কোহলি কি বুঝলেন গলদটা কোথায়? কোচ কি সঠিক পথে চালনা করলেন দলকে? এমএস ধোনিকে দলের সঙ্গে জুড়ে দেওয়াই কি যথেষ্ট ছিল? এমন হাজারো প্রশ্ন নিয়েই ১৩৫ কোটি দেশবাসীর মন ভেঙে এবারের মতো বিশ্বকাপের মঞ্চকে আলবিদা জানাল টিম ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.