Advertisement
Advertisement

Breaking News

Eden Gardens

বিশ্বকাপের আগে ঢেলে সাজছে ইডেন, বসছে নতুন স্কোরবোর্ড, চেয়ার

সেপ্টেম্বরে শেষ দফার পরিদর্শন আইসিসির।

New scoreboard is installing in Eden Gardens Kolkata। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 6, 2023 10:48 am
  • Updated:August 6, 2023 10:50 am  

স্টাফ রিপোর্টার: চলতি বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের (World Cup 2023) আসর বসছে। যাকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠছে ইডেন (Eden Gardens)। ক্লাবহাউসের খোলনলচে বদলে ফেলা হচ্ছে পুরোপুরি। নতুন সিট বসছে। নতুন লাউঞ্জ তৈরি হচ্ছে। পালটে ফেলা হচ্ছে কর্পোরেট বক্সের আদল। বসছে নতুন স্কোরবোর্ডও। বিশ্বকাপের সময় ইডেনের ‘জে’ ব্লকে নতুন বৈদ‌্যুতিন স্কোরবোর্ড থাকবে। অর্থাৎ, সব মিলিয়ে ইলেকট্রনিক স্কোরবোর্ডের সংখ‌্যা দাঁড়াবে দুই।

এ সবের মধ‌্যে শনিবার প্রথম দফার ইডেন পরিদর্শন করে গেল আইসিসি ও ভারতীয় বোর্ডের যৌথ টিম। এ দিন আইসিসি ও বোর্ড মিলিয়ে জনা সতেরো এসেছিলেন ইডেন পরিদর্শনে। মাঠ, ব্রডকাস্টিং রুম, কর্পোরেট বক্স, ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার–সবই ঘুরে দেখেন তাঁরা। সিএবি-র বক্তব‌্য, প্রথম দফার পরিদর্শন শেষে ইডেনের ব‌্যবস্থাপনা নিয়ে আইসিসি কর্তাদের সন্তুষ্টই মনে হয়েছে। আগামী মাসে ইডেনে দ্বিতীয় দফা তথা চূড়ান্ত ইডেন পরিদর্শনে আসছে আইসিসি।

Advertisement

[আরও পড়ুন: এবার ‘চন্দ্রমুখী’র চরিত্রে ভয় দেখাবেন কঙ্গনা, প্রকাশ্যে ‘দুর্ধর্ষ’ লুক, দেখুন]

এ দিন আইসিসি কর্তাদের ইডেন পরিদর্শন শেষে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘আগামী ১৫ সেপ্টেম্বরের মধ‌্যে আমাদের কাজ শেষ করতে হবে। কিন্তু যে গতিতে ইডেন সংস্কারের কাজ এগোচ্ছে, তাতে সেটা তার আগেই হয়ে যাবে বলে মনে হচ্ছে। ক্লাবহাউসের কাজ প্রায় শেষ। কর্পোরেট বক্স আরও উন্নত করে ফেলা হয়েছে। গ‌্যালারির তলায় আধুনিক ফুডকোর্ট থাকবে। মাঠের বাথরুমের খোলনলচে পুরো বদলে ফেলছি আমরা। পানীয় জলেরও উন্নত বন্দোবস্ত থাকবে।’’

এখানে বলে রাখা যাক, ইডেন সংস্কারে যাতে কোনও রকম খুঁত না থাকে সেটা দেখছেন স্বয়ং সিএবি প্রেসিডেন্ট। এটাও শোনা গেল, কর্পোরেট বক্সের ডিজাইন কেমন হবে, তা নিয়ে রাত একটা পর্যন্ত দফায় দফায় বৈঠক করেছেন স্নেহাশিস। এ দিন পরিদর্শন শেষে ব্রডাকাস্টিংয়ের বন্দোবস্তে টুকটাক দু’একটা পরিবর্তনের সুপারিশ করেছে আইসিসি। স্নেহাশিস আশ্বাস দিচ্ছেন, সবই করে ফেলা হবে।

[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে নুসরতের পাশে স্বামী যশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement