সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে (CAA) প্রতিবাদে শামিল দেশের বিভিন্ন প্রান্তের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। CAA-এর বিরোধিতা করতে গিয়ে কখনও পুলিশের টিয়ারগ্যাসের মুখে পড়তে হয়েছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে ঢুকে পড়ে পুলিশ। লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। জামিয়া মিলিয়ার পাশে দাঁড়িয়ে প্রতিবাদে শামিল লখনউ বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রবিবার রাতে আবার উত্তপ্ত হয়ে ওঠে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ও (AMU)। CAA নিয়ে যখন দেশজুড়ে উত্তাল পরিস্থিতি, কখন ক্রীড় দুনিয়ার তারকাদের মুখে কুলুপ আঁটা। যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।
জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান। তিনি লেখেন, “রাজনীতির খেলা সারাজীবন চলতে থাকবে। কিন্তু আমি ও আমার দেশ পড়ুয়াদের পাশে আছি।” টুইটারে দুঃখপ্রকাশ করেছেন আরেক প্রাক্তনী আকাশ চোপড়াও। “গোটা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিগুলো দেখে ভীষণ খারাপ লাগছে। চোখে জল এসে যাচ্ছে। ওরাও আমাদের মতোই একজন। এরাই দেশের ভবিষ্যৎ। জোর করে ওদের মুখ বন্ধ করিয়ে নিজের দেশের বিরুদ্ধেই ওদের উসকে দেওয়া হচ্ছে।” মন্তব্য চোপড়ার। কিন্তু মহেন্দ্র সিং ধোনি থেকে শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি থেকে রবি শাস্ত্রী- ক্রিকেট দুনিয়ার কোনও তারকাই এই প্রসঙ্গে মুখ খোলেননি। ফুটবল-টেনিস কিংবা ব্যাডমিন্টন- কোনও ক্ষেত্রের খেলোয়াড়রাই এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। ফলে অনুরাগীদের ক্ষোভ বাড়ছে।
Political blame game will go on forever but I and our country🇮🇳 is concerned about the students of #JamiaMilia #JamiaProtest
— Irfan Pathan (@IrfanPathan) December 15, 2019
অনেকে প্রশ্ন তুলেছেন, সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মন্তব্য পেশ করেন তারকারা। তাহলে এক্ষেত্রে কেন কেউ নিজেদের অবস্থান জানাচ্ছে না? কেন তাঁরা বিষয়টিতে আলোকপাত করছেন না? অনেকের দাবি, খেলার দুনিয়ার তারকাদের অনেকে রাজনীতির কেরিয়ার শুরুর কথা ভাবছেন। সেই কারণেই হয়তো নীরব দর্শক হয়ে রয়েছেন তাঁরা।
Whn so called star cricketers R silent for the reasons best kwn to them. Some of them might bussy running their schools or setting up their political career. This stand deserves a salute. I hope some more supports pour in frm cricketing fraternity @GautamGambhir @virendersehwag
— Rajeev Gupta (@im_rajeevgupta) December 16, 2019
U should also ask to cricketers why they r silent and atheletes👎https://t.co/xMFmiX7eMN https://t.co/lFENiirPip
— Srk’s🎀Ash (@Srk_ash1) December 16, 2019
উল্লেখ্য, এর আগে অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কম জানিয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষেই ভোট করবেন তিনি। যুক্তি হিসেবে মণিপুরী বক্সার বলেছিলেন, “এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল। কেন্দ্রের তরফে অনুরোধ এলে আমায় উপস্থিত থাকতেই হবে। আমি জানি, বিলটি পাশ হয়ে যাবে। সেটা আমার হাতে নেই। আমার মতামত তাই বিশেষ গুরুত্ব পাবে না। আমি বিলটি তুলে নিতে বললেও লাভ হবে না। সরকার এবং অন্যান্যরা সমর্থন জানালে আমিও সমর্থন করব।”
তবে শুধু ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাই নয়, শাহরুখ-আমির-সলমনের মতো বলিউডের সুপারস্টাররা যেভাবে নীরব, তা নিয়েও কটাক্ষ করেছেন নেটিজেনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.