Advertisement
Advertisement
Navjot Singh Sidhu

‘১০০% আত্মবিশ্বাস, দক্ষতা শূন্য’, ফাইনালের আগে ভারতীয় তারকাকে খোঁচা সিধুর

তারকার ব্যাটিংয়ের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে এই কথা বলেছেন সিধু।

Navjot Singh Sidhu slams Arshdeep Singh over batting

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:June 29, 2024 4:55 pm
  • Updated:June 29, 2024 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী। টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেটপ্রাপকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তাঁর নাম। কিন্তু ফাইনালের আগে সেই ভারতীয় পেসারকে কটাক্ষ করলেন নভজ্যোত সিং সিধু। ধারাভাষ্যকারের মতে, তাঁর ১০০ শতাংশ আত্মবিশ্বাস থাকলেও দক্ষতা একেবারে শূন্য।

কথা হচ্ছে অর্শদীপ সিংকে নিয়ে। চলতি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) ১৫টি উইকেট পেয়েছেন ভারতীয় পেসার। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটাও উইকেট পাননি। এবার পাঞ্জাবের পেসারকে তোপ দেগে সিধুর মত, “ওর আত্মবিশ্বাস ১০০ শতাংশ রয়েছে। কিন্তু স্কিল একেবারে শূন্য।” অর্শদীপের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম থেকেও শেয়ার করেছেন সিধু।

Advertisement

[আরও পড়ুন: বার্বাডোজের বাইশ গজে দাপট বোলারদের! কেমন হবে পিচ? মুখ খুললেন কিউরেটর

তবে অর্শদীপের বোলিং নয়, তাঁর ব্যাটিং দেখে এমন মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সিধুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করছেন অর্শদীপ (Arshdeep Singh)। শট মারতে গিয়ে এমন স্টান্স নিয়েছিলেন যে তিনটে স্টাম্পই অরক্ষিত ছিল। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন তারকা পেসার। এমন ব্যাটিং দেখেই সিধুর কটাক্ষ, ব্যাট করার দক্ষতা তাঁর একেবারেই নেই।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছেন সিধু (Navjot Singh Sidhu)। সেই সময় একাধিকবার অর্শদীপের প্রশংসা শোনা গিয়েছে। তাই ক্রিকেটপ্রেমীদের অনুমান, এই পোস্টে নিছকই মজা করেছেন সিধু। তারকা পেসারকে আক্রমণ করা মোটেই তাঁর উদ্দেশ্য ছিল না। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে ১৭টি উইকেট পেয়েছেন আফগানিস্তানের ফজলহক ফারুকি। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। ফাইনালে যদি অর্শদীপ তিন উইকেট পান তাহলে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন ভারতীয় পেসার। 

[আরও পড়ুন: আইসিসির পোস্টে ‘কিং’ কোহলির বন্দনা, আইপিএল মনে করিয়ে বিরাট খোঁচা ব্রডের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement