Advertisement
Advertisement
Naveen ul Haq

২০ মাসের জন্য নিষিদ্ধ নবীন উল হক, কিন্তু কেন?

জেনে নিন আসল কারণ।

Naveen-ul-Haq banned from ILT20 for 20 months । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 18, 2023 7:19 pm
  • Updated:December 18, 2023 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবীন উল হককে (Naveen-ul-Haq) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ম ভাঙার জন্য় ২০ মাসের নিষেধাজ্ঞা নেমে এল আফগান তারকার উপরে। সংযুক্ত আরব আমিরশাহির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি লিগে শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলেন তিনি। কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ তাঁর বিরুদ্ধে।
নবীন উল হককে রিটেইন করেছিল শারজা ওয়ারিয়র্স। কিন্তু চুক্তিতে সই করতে অস্বীকার করেন এই আফগান ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে চুক্তির শর্তভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২০ মাসের জন্য তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নবীন উল হকের উপরে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। 

 

Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ভারত-পাকিস্তান মহারণ কবে?]

 

আফগান তারকাকে নিয়ে সব সময়েই বিতর্ক। আইপিএল চলাকালীন বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। বিশ্বকাপের সময়ে যে যে ভেন্যুতে খেলতে গিয়েছেন নবীন, সেখানেই তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। গ্যালারি থেকে উড়ে এসেছিল কোহলি-কোহলি ধ্বনি। শেষমেশ দিল্লিতে অনুষ্ঠিত ভারত-আফগানিস্তান ম্যাচ চলাকালীন ‘সন্ধি’ করে নেন নবীন ও কোহলি।
ওয়ানডে বিশ্বকাপের পরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান নবীন। দেশের হয়ে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করার জন্যই ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার। 

[আরও পড়ুন: বাঁহাতি পেসার চাইছে গম্ভীরের কেকেআর, দিল্লি ক্যাপিটালসের শুরুতে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ঋষভ পন্থ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement