Advertisement
Advertisement

Breaking News

IPL IPL 2023 Virat Kohli Naveen Ul Haq

বিতর্কিত ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় নবীনের বার্তা, আফগান ক্রিকেটারের নিশানায় কি বিরাট?

আফগান ক্রিকেটার অতীতে পাক তারকাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন।

Naveen posted a cryptic message on Instagram after verbal volley with Virat Kohli । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:May 2, 2023 1:28 pm
  • Updated:May 2, 2023 1:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামে রহস্যময় বার্তা লিখলেন লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিতর্কিত ক্রিকেটার নবীন উল হক (Naveen ul Haq)। সোমবার আরসিবি ও লখনউ সুপারজায়ান্টস (RCB vs LSG) ম্যাচে বিতর্কের মশলা ছিল। খেলা চলাকালীন নবীন উল হকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু খেলা চলাকালীনই নয়, একাধিকবার কোহলির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নবীন উল হক।

খেলার শেষে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কোহলির লেগে যায়। এর জেরে গম্ভীর ও কোহলির পুরো ম্যাচ ফি কেটে নেওয়া হয়। বিতর্কিত ম্যাচের শেষে আফগান ক্রিকেটার ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যে মোড়ানো বার্তা দেন। নবীন লিখেছেন, ”তুমি যার যোগ্য তাই পাবে। এভাবেই চলা উচিত এবং এভাবেই চলে।” এই বার্তার মাধ্যমে নবীন কি বিরাট কোহলিকে কিছু বললেন?

Advertisement

[আরও পড়ুন: কুস্তিগিরদের উপর হামলার আশঙ্কা সত্ত্বেও দিল্লি পুলিশের নিরাপত্তা ফেরালেন বজরংরা]

 

সোমবার লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে চর্চা হচ্ছে সর্বত্র। খেলার শেষে আরসিবি-র পোস্ট করা একটি ভিডিওয় দেখা যাচ্ছে কোহলি বলছেন, ”ইফ ইউ ক্যান গিভ ইট, ইউ গট টু টেক ইট, আদারওয়াইজ ডোন্ট গিভ ইট।” যার অর্থ অনেকটা এরকম, ইট মারলে পাটকেল খেতে হবে, নইলে ইট ছুঁড়োই না।

তবে গৌতম গম্ভীর ও বিরাট কোহলি একাধিক বার ঝামেলায় জড়িয়েছেন। কিন্তু গম্ভীর এখন আর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নন। আবার আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক এর আগেও ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে পাকিস্তানের তারকা বোলার মহম্মদ আমিরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন নবীন। পরে খেলার শেষে সৌজন্য বিনিময়ের সময়ে শাহিদ আফ্রিদির সঙ্গে তর্কাতর্কি করেন নবীন উল হক। এবার আইপিএলেও তিনি বিতর্কে জড়ালেন। 

[আরও পড়ুন: ‘ইট মারলে পাটকেল খেতে হবে’, গম্ভীরের সঙ্গে ঝামেলার পরে বার্তা কোহলির]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement