Advertisement
Advertisement

Breaking News

P Sen Trophy

পি সেন খেলতে আসতে পারেন চার তারকা, অভিষেক-সরফরাজদের নিয়ে আগ্রহী মহামেডান

ফুটবলের পর এবার ক্রিকেটেও ময়দানের নতুন শক্তি হিসাবে উঠে আসতে চাইছে মহামেডান।

National team stars set to play in P Sen Trophy

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:August 29, 2024 11:52 pm
  • Updated:August 29, 2024 11:52 pm  

স্টাফ রিপোর্টার: ফুটবলে সুখের সময় চলছে মহামেডানে। গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার দেশের সর্বোচ্চ লিগ আইএসএল খেলবে শতাব্দীপ্রাচীন এই ক্লাব। ইনভেস্টরদের সঙ্গে সমস্যা মিটিয়ে সেপথ প্রায় পুরোপুরি পরিস্কার করে ফেলেছে তারা।

ফুটবলের পর এবার ক্রিকেটেও ময়দানের নতুন শক্তি হিসাবে উঠে আসতে চাইছে মহামেডান। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মতো প্রতিপক্ষকে হারিয়েছে তারা। পাশাপাশি সিএবির ফার্স্ট ডিভিশন লিগে রানার্স হয়েছিল মহামেডান, নকআউট খেলেছে সিএবির সিনিয়র ওয়ানডে এবং জেসি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্টেও। এবার সেই সাফল্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। আর সেজন্য এবার পি সেন ট্রফিকেই পাখির চোখ করছে সাদা-কালো শিবির।

Advertisement

[আরও পড়ুন: বাতিল ডার্বির টিকিটের দাম ফেরত কীভাবে? জানিয়ে দিল ডুরান্ড কর্তৃপক্ষ]

৫০ ওভারের এই প্রতিযোগিতার মাধ্যমে ময়দানের স্থানীয় ক্রিকেটে মরশুম শুরু হয়। সেখানে ভালো ফল করার জন্য শক্তিশালী দল গড়ার পথে মহামেডান। গতবারের মূল দল ধরে রাখার পাশাপাশি এবছর আরও কয়েকজন তারকাকে দলে নিতে আগ্রহী তারা। এরমধ্যে সুদীপ চট্টোপাধ্যায়ের সাদা-কালো জার্সি পরার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে। দু’মরশুম ত্রিপুরার হয়ে খেলার পর চলতি মরশুমে বাংলায় ফিরেছেন তিনি। এর আগে সিএবি আয়োজিত টি-টোয়েন্টি লিগেও খেলেছেন সুদীপ।

[আরও পড়ুন: ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে আসা প্রায় নিশ্চিত’, জোর দিয়ে বলছেন প্রাক্তন পাক অধিনায়ক]

অবশ্য শুধু স্থানীয় তারকাই নয়, জাতীয় দলে খেলা ক্রিকেটারদেরও দলে নিতে আগ্রহী মহামেডান। নিয়ম অনুযায়ী, পি সেন ট্রফিতে চারজন বাইরের ক্রিকেটার খেলানো যায়। সেই হিসাবে চার ক্রিকেটারের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে তাদের, যার মধ্যে তিনজনই জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন। মহামেডানের নজরে রয়েছে সরফরাজ খান, অভিষেক শর্মা, আবদুল সামাদ এবং উমরান মালিক। গত মরশুমে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন সরফরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে নজর কেড়েছেন বাকি তিনজন। এর মধ্যে অভিষেক এবং উমরান খেলেছেন ভারতের হয়েও। ক্রীড়াসূচির চাপ থাকলেও তাঁদের দলে নেওয়ার বিষয়ে প্রায় নিশ্চিত মহামেডান। দু’-একদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে বলে আশাবাদী তারা। এবার অক্টোবরের প্রথমে পি সেন ট্রফি শুরু করার পরিকল্পনা রয়েছে সিএবি-র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement