Advertisement
Advertisement

Breaking News

Nathan Lyon

Nathan Lyon: ৫০০ উইকেট নিয়ে ওয়ার্নকে ছুঁলেন লিয়ন, পাকিস্তানকে ৩৬০ রানে হারাল অস্ট্রেলিয়া

কিউরেটর থেকে টেস্টে ৫০১ উইকেটের মালিক!

Nathan Lyon joins Shane Warne, picks 500th Test wicket, Australia beat Pakistan by 360 runs। Sangbad Pratidin

নজির গড়ার পর এভাবেই সেলিব্রেশন করলেন লিয়ন। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 17, 2023 3:16 pm
  • Updated:December 17, 2023 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিউরেটর থেকে টেস্টে ৫০১ উইকেটের মালিক! বিশ্ব ক্রিকেটের চতুর্থ স্পিনার হিসেবে ৫০০-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন নাথান লিয়ন (Nathan Lyon)। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে ফাহিম আশরাফ এই অফ স্পিনারের বলে লেগ বিফোর হতেই, অস্ট্রেলিয়ার (Australia) দ্বিতীয় স্পিনার হিসেবে ৫০০ উইকেট নিয়ে শেন ওয়ার্নকে (Shane Warne) ছুঁলেন লিয়ন। প্রথম ইনিংসে ৬৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন। তাঁর শিকার ছিল আবদুল্লা শফিক, ইমাম-উল-হক ও আমির জামাল। দ্বিতীয় ইনিংসে ১৪ রানে ২ উইকেট নেন তিনি। এই মুহূর্তে ১২৩টি টেস্টে ৫০১টি উইকেট নিয়েছেন লিয়ন। সেরা পারফরম্যান্স টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে। ২০১৭ সালে বেঙ্গালুরুতে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন। এদিকে প্রত্যাশামতোই শান মাসুদ (Shan Masood)-বাবর আজমদের (Babar Azam) ব্যাটিংকে ক্লাবস্তরে নামিয়ে ৩৬০ রানে জয় পেল প্যাট কামিন্সের (Pat Cummins) দল।

টেস্টে ৫০১টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পাশে নাম লেখালেন অভিজ্ঞ অফ স্পিনার। প্রয়াত ওয়ার্ন ১৪৫টি টেস্টে নিয়েছিলেন ৭০৮টি উইকেট। ম্যাকগ্রার ঝুলিতে রয়েছে ১২৪টি টেস্টে ৫৬৩টি উইকেট। সব টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধেই দাপট দেখিয়েছেন লিয়ন। তবে ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স সবচেয়ে ভাল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ২৭টি টেস্টে নিয়েছেন ১২১টি উইকেট। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১১০।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় দলে নেই রিঙ্কু! কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল দক্ষিণ আফ্রিকা?]

Australia
প্রথম টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া। ছবি: টুইটার

এদিকে প্রত্যাশামতোই হারের মুখ দেখল পাকিস্তান। ৪৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ভরাডুবির জেরে ৮৯ রানে শেষ পাক ইনিংস। বিশ্বকাপের বিপর্যয়ের পর আরও একটা লজ্জার হার হজম করল পাক দল। প্রথমে ব্যাট করে ৪৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। ১৬৪ রান করেন ডেভিড ওয়ার্নার। ৯০ রান করেন মিচেল মার্শ। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ২৭১ রানে। লিয়ন ৩ উইকেট নেন। ২ উইকেট করে নেন মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স।

ফলে প্রথম ইনিংসেই ২১৬ রানের লিড পেয়ে যায় অস্ট্রেলিয়া। যদিও ফলো-অন করায়নি কামিন্সের দল। অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। দ্বিতীয় ইনিংসে উসমান খোয়াজা করেন ৯০ রান। তাঁর সঙ্গে জুটি গড়েন স্টিভ স্মিথ। প্রাক্তন অধিনায়ক করেন ৪৫ রান। ২৩৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন প্যাট কামিন্স।

পাকিস্তান ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে। সাউদ শাকিলের করা ২৪ রানই তাদের ইনিংসের সর্বোচ্চ। বাবর আজম একেবারে ব্যর্থ। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। দু’টি উইকেট নেন লিয়ন। একটি উইকেট নেন প্যাট কামিন্স।

[আরও পড়ুন: বিদায়ী রনজিতে মনোজের হাতেই বাংলার ব্যাটন? আলোচনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement