Advertisement
Advertisement
Hardik Pandya and Natasa Stankovic

বিচ্ছেদের জল্পনায় ইতি? হার্দিক ফর্মে ফিরতেই নাতাশার ইনস্টায় ফিরল যুগলের ছবি

বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ইনস্টাগ্রাম থেকে হার্দিকের সঙ্গে নিজের ছবি ডিলিট করে দিয়েছিলেন নাতাশা।

Natasa Stankovic restores old wedding photos with Hardik Pandya in social media amid Divorce Rumours

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:June 3, 2024 12:07 pm
  • Updated:June 3, 2024 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে চূড়ান্ত অফ ফর্ম। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে পাশ মার্ক পাননি হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তার মধ্যেই গুঞ্জন ছিল নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে। কিন্তু প্রস্তুতি ম্যাচে চেনা ছন্দে ফিরেছেন হার্দিক। তার পরই নাতাশার ইনস্টাগ্রামে ফিরল তারকা জুটির পুরনো ছবি।

চলতি আইপিএলের সবচেয়ে সমালোচিত নাম হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তিনি যতবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে মাঠে নেমেছেন, গ্যালারি থেকে বিদ্রূপ ভেসে এসেছে। এর মধ্যে তাঁর ব্যক্তিগত জীবনেও কি সমস্যা নেমে এল? নেটদুনিয়ায় জল্পনা ছিল, আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাতাশা স্ট্যানকোভিচ পাণ্ডিয়া লিখতেন হার্দিকপত্নী। সম্প্রতি পাণ্ডিয়া পদবি সরিয়ে নেন।

Advertisement

[আরও পড়ুন: শিকড় কলকাতায়, বিশের বিশ্বযুদ্ধে কানাডার পতাকা বাঙালি নিখিলের হাতে]

এখানেই শেষ নয়। ইনস্টাগ্রাম থেকে হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ডিলিট করে দেন নাতাশা। তবে দম্পতির পুত্র অগস্ত্যর সঙ্গে থাকা ছবিগুলো রয়েছে ইনস্টাগ্রামে। অবশেষে ফিরে এল হার্দিক আর নাতাশার বিয়ের ছবি। যা বেশ কিছুদিন ধরেই উধাও ছিল। সঙ্গে সঙ্গে ভক্তরা কমেন্ট করতে শুরু করেছেন। তাহলে কি বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে ফের একসঙ্গে ফিরবেন দুজনে? আশায় ক্রিকেট সমর্থকরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)

সদ্যসমাপ্ত আইপিএলে হার্দিকের পাশে দেখা যায়নি নাতাশাকে। মুম্বই অধিনায়কও ব্যর্থ হয়েছেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ২৩ বলে ৪০ করেন হার্দিক। এক ওভারে পর পর ছক্কাও হাঁকান। বিশ্বকাপের আগে যা আশ্বস্ত করবে ক্রিকেটপ্রেমীদের। আর ইনস্টাগ্রামের ‘উধাও’ ছবি ফিরে আসাটাও সম্ভবত জল ঢালবে দুজনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে।

[আরও পড়ুন: আমেরিকার মাটিতে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ, নিউ ইয়র্কের মুখে শুধুই উদাসীনতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement