Advertisement
Advertisement

Breaking News

Natasa Stankovic

‘এবার শুধু অপেক্ষা…’, আচমকাই ইঙ্গিতপূর্ণ পোস্ট হার্দিক পত্নী নাতাশার! কেন এমন লিখলেন?

কী লিখলেন নাতাশা?

Natasa Shares Shocking Cryptic Post Amid Hardik Pandya Split Rumours
Published by: Akash Misra
  • Posted:June 14, 2024 4:30 pm
  • Updated:June 14, 2024 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন টি২০ বিশ্বকাপ খেলতে নিউ ইয়র্কে রয়েছেন হার্দিক পাণ্ডে। তবে খেলার মাঠের সঙ্গে সঙ্গে হার্দিকের জীবনেও এখন নানা খেলা। বলা ভালো দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে তাঁর সম্পর্কের ভাঙন নিয়েও চলছে নানা জল্পনা। আর এরই মাঝে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন নাতাশা।

এবার নাতাশা লিখলেন, ”অনেক পুরনো স্টাইলই ফিরে আসছে ঠিকই, কিন্তু আমি অপেক্ষা করছি, কখন নৈতিকতা, সম্মান ও বুদ্ধিমত্তা আবার ফিরবে!”

Advertisement

[আরও পড়ুন: ভেজা শরীরে সিগারেটে সুখটান বিক্রমের, ভিডিও শেয়ার করে বিশেষ ঘোষণা অভিনেতার]

ইনস্টাগ্রাম থেকে হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও ডিলিট করে দেন নাতাশা। তবে দম্পতির পুত্র অগস্ত্যর সঙ্গে থাকা ছবিগুলো রয়েছে ইনস্টাগ্রামে। অবশেষে ফিরে এল হার্দিক আর নাতাশার বিয়ের ছবি। যা বেশ কিছুদিন ধরেই উধাও ছিল। সঙ্গে সঙ্গে ভক্তরা কমেন্ট করতে শুরু করেছেন। তাহলে কি বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে ফের একসঙ্গে ফিরবেন দুজনে? আশায় ছিলেন ক্রিকেট সমর্থকরা। কিন্তু আবার যেন হার্দিক ও নাতাশার গল্পে টুইস্ট। ফের হঠাৎই নাতাশার এমন পোস্টে নতুন ধোঁয়াশার সৃষ্টি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @natasastankovic__

সদ্যসমাপ্ত আইপিএলে হার্দিকের পাশে দেখা যায়নি নাতাশাকে। মুম্বই অধিনায়কও ব্যর্থ হয়েছেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ২৩ বলে ৪০ করেন হার্দিক। এক ওভারে পর পর ছক্কাও হাঁকান।

[আরও পড়ুন: ‘১২ বছরের অপেক্ষা…’, শিবপ্রসাদের পোস্টে ‘বহুরূপী’ নিয়ে আবেগঘন বার্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement