Advertisement
Advertisement

Breaking News

T20 World Cup

খেলা হবে ভারত-পাকিস্তান মেগা ম্যাচ, মাত্র তিন মাসে স্টেডিয়াম বানাল নিউ ইয়র্ক

কয়েক মাস আগেও এখানে স্টেডিয়ামের কোনও অস্তিত্ব ছিল না।

Nassau County International Cricket Stadium ready to host India vs Pakistan in T20 World Cup

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 16, 2024 6:29 pm
  • Updated:May 16, 2024 6:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময়ে আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও এই প্রথমবার আমেরিকায় আয়োজিত হতে চলেছে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তানের (Ind vs Pak) মহারণ। অবশেষে সম্পূর্ণ হল সেই স্টেডিয়াম তৈরির কাজ।

মাত্র পাঁচ মাস আগে যে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তা দেখে চোখ কপালে উঠেছিল ক্রিকেট ভক্তদের। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের মাঠ যেন চাষের জমি! এই মাঠেই কিনা নামবেন রোহিত-বাবররা! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল আমেরিকার আয়োজন ব্যবস্থা নিয়ে। কিন্তু বিশ্বকাপ শুরুর পনেরো দিন আগেই তৈরি হয়ে গেল স্টেডিয়াম। কাজ সম্পূর্ণ করতে তাদের লাগল মাত্র তিন মাস।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্রিকেট ছাড়ার পর…’, সুনীলের অবসরের মধ্যেই ইঙ্গিতবাহী বার্তা বিরাটের]

বুধবার নাসাউ স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্বকাপের শুভেচ্ছাদূত উসেইন বোল্ট। এছাড়া ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোজ, পাকিস্তানের শোয়েব মালিক, নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন, ইংল্যান্ডের লিয়াম প্ল্যাঙ্কেট সহ আরও অনেকে। এই স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ৩৪ হাজার। ইতিমধ্যেই নাকি ভারত-পাকিস্তান ম্যাচের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মাঠের পিচ আনা হয়েছে ফ্লোরিডা থেকে। যাকে বলা হচ্ছে ড্রপ-ইন পিচ। এটাকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম।

Advertisement

তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়। মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে নাসাউয়ের স্টেডিয়ামে। ৩ জুন এই মাঠে নামবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আইসিসির দাবি ছিল তিন মাসের মধ্যেই স্টেডিয়ামের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। ফলে বিরাট আর শাহিন আফ্রিদির লড়াই দেখার জন্য তৈরি নিউ ইয়র্ক।

[আরও পড়ুন: অশান্তিকে হারিয়ে শান্তির জয়, জাতীয় চ্যাম্পিয়ন মণিপুরের মেয়েরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ