সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup) ফের ধাক্কা পাকিস্তানের (Pakistan)। ভারতের কাছে ২২৮ রানে হারের পরই দুঃসংবাদ পেল বাবর আজমদের দল। চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম ভরসাযোগ্য পেসার নাসিম শাহ। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নাসিমকে (Naseem Shah) ছাড়াই নামতে হবে পাকিস্তানকে। তরুণ পেসারের পরিবর্ত হিসাবে জামান খানের নাম ঘোষণা করেছে পাক ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন আরেক পাক পেসার হ্যারিস রউফ।
এশিয়া কাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন নাসিম শাহ। গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় টপ অর্ডারকে বেশ সমস্যায় ফেলেছিলেন। তবে সুপার ফোর পর্যায়ে ভারতের বিরুদ্ধে খেলতে গিয়েই ডান কাঁধে চোট পান তরুণ পেসার। বুধবার পাকিস্তান বোর্ডের তরফে জানানো হয়, চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম। তাঁর পরিবর্তে দলে যোগ দিয়েছেন পেসার জামান খান। অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি।
পাক বোর্ড সূত্রে খবর, চোট সেভাবে গুরুতর না হলেও বিশ্বকাপের আগে নাসিমকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান। বিশ্বকাপের আগেই যেন নাসিম সম্পূর্ণ সুস্থ হয়ে যান, সেদিকে কড়া নজর রাখছে পাক বোর্ডের মেডিকাল প্যানেল। আপাতত তাঁদের তত্ত্বাবধানেই রাখা হবে তরুণ পেসারকে।
অন্যদিকে, ভারতের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তারকা পেসার হ্যারিস রউফও। পাক বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, হ্যারিসকে নিয়েও যথেষ্ট সতর্কতা বজায় রাখা হচ্ছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত তিনি। দলের চিকিৎসকের তরফে বলা হয়, বিশ্বকাপের আগে দুই পেসারকে ফিট করে তোলাই আপাতত তাঁদের মূল লক্ষ্য। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে না পারলে এশিয়া কাপ থেকে ছিটকে যাবে পাকিস্তান। কিন্তু মরণ বাঁচন ম্যাচে খেলতে পারবেন না দলের দুই ভরসাযোগ্য পেসার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.