সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। এখনও দেশবাসীর মনে তাঁর রেশ লেগে রয়েছে। ভারত সফরে এসে সেই বিষয়ে মুখ খুললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। সেই সঙ্গে নরেন্দ্র মোদিকে ‘খোঁচা’ও দিলেন টেস্ট সিরিজে চুনকামের কথা মনে করিয়ে।
পাঁচ দিনের ভারত সফরে এসেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। দিল্লির হায়দরাবাদ হাউজে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সেখানে লুক্সন তুলে আনেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট সিরিজের কথা। তিনি বলেন, “আমার খুব ভালো লাগল যে প্রধানমন্ত্রী মোদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে নিউজিল্যান্ডের হারের বিষয়ের কথা তোলেননি। তাই আমিও ভারতের মাটিতে আমাদের টেস্ট সিরিজ জয়ের কথা বলছি না। বিষয়টা এভাবেই থাকুক। ক্রিকেটের সঙ্গে কূটনীতি মিশিয়ে লাভ নেই।”
পুরো বিষয়টা অবশ্য মজার ছলে বলেন তিনি। যা শুনে হেসে ওঠেন মোদি। হাসতে থাকেন দর্শকদের মধ্যে উপস্থিত নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রস টেলর। তারপরই অবশ্য মোদির আমলে ক্রিকেটের উন্নতির কথা তুলে ধরেন লুক্সন। তাঁর বক্তব্য, “মোদির সময়ে মেন ইন ব্লু ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী দল হয়ে উঠেছে। সম্প্রতি আমাদের মেন ইন ব্ল্যাকের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। যা নিউজিল্যান্ডের মানুষদের হৃদয় ভেঙে দিয়েছে। আমিও তাঁর মধ্যে অন্যতম। তবে আমি বড় মনের পরিচয় দিয়ে ভারতকে অভিনন্দন জানাতে চাই।”
উল্লেখ্য, নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। তারপর অস্ট্রেলিয়া সফরেও হারে। দুইয়ের ধাক্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেননি রোহিত শর্মারা। অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফলে সেই কষ্ট কিছুটা লাঘব হয়েছে ভারতবাসীর।
New Zealand PM cracks a cricket joke that has PM Modi laughing
“I really appreciate that PM Modi didn’t raise NZ’s Champions Trophy loss to India and I didn’t raise our Test victories in India. Let’s keep it that way and avoid a diplomatic incident” pic.twitter.com/csRYSXb7JW
— Shashank Mattoo (@MattooShashank) March 17, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.