Advertisement
Advertisement

Breaking News

Narayan Jagadeesan

বিজয় হাজারেতে রেকর্ডের হ্যাটট্রিক, ২৭৭ রান করে তাক লাগালেন এই ব্যাটার

এদিনের ম্যাচে বিরাট কোহলি-রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন তামিলনাড়ুর এই ব্যাটার।

Narayan Jagadeesan breaks three world records in Vijay Hazare Trophy | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 21, 2022 2:40 pm
  • Updated:November 21, 2022 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বিশ্বরেকর্ড। মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন নারায়ণ জগদীশন (Narayan Jagadeesan)। মরশুমের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন তামিলনাড়ুর এই ব্যাটার। সোমবার অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড এখন জগদীশনের ঝুলিতে। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এই ক্ষেত্রেও বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন তিনি।

সোমবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে অরুণাচলের বিরুদ্ধে খেলতে নেমেছিল তামিলনাড়ু (TamilNadu)। শক্তিশালী দলের বিরুদ্ধে একেবারেই দাঁড়াতে পারেননি অরুণাচলের বোলাররা। মাত্র ৭৬ বলে শতরান পূর্ণ করেন জগদীশন। এরপরেই আরও মারমুখী হয়ে ওঠেন তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার। পরের সেঞ্চুরি হাঁকাতে মাত্র ৩৮টি বল খেলেন তিনি। দু’শো রানের গণ্ডি পেরিয়ে গিয়েও থামানো যায়নি তাঁকে। শেষ পর্যন্ত ২৭৭ রানে তাঁর ইনিংস শেষ নয়। ২৫টি চার ও ১৫টি ওভার বাউণ্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। অনবদ্য ইনিংস খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান করার নজির গড়েন নারায়ণ জগদীশন। প্রসঙ্গত, ইংল্যান্ডের অ্যালিস্টার ব্রাউনের রেকর্ড ভেঙেছেন তিনি। টপকে গিয়েছেন রোহিত শর্মার ২৬৪ রানের ইনিংসকেও। 

Advertisement

[আরও পড়ুন: বিজ্ঞাপনের ছবি এডিট করা! একসঙ্গে ছিলেন না মেসি-রোনাল্ডো, ভিডিও দেখে মনখারাপ ভক্তদের]

সর্বোচ্চ রান সংগ্রাহকই নয়, সোমবারের ম্যাচে অন্য একটি নজিরেরও মালিক হলেন জগদীশন। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা পাঁচটি ম্যাচে শতরান হাঁকিয়েছেন তিনি। এহেন নজির এর আগে কোনও ক্রিকেটারই গড়তে পারেননি। পরপর চারটি শতরান করার রেকর্ড রয়েছে কুমার সঙ্গকারা, দেবদত্ত পাড়িক্কালের। বিজয় হাজারে ট্রফির এক মরশুমে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি করার ক্ষেত্রেও নয়া রেকর্ড গড়েছেন জগদীশন। বিরাট কোহলি, পৃথ্বী শ ও দেবদত্ত পাড়িক্কালের রেকর্ড ভেঙে এক মরশুমে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিলনাড়ুর এই উইকেটকিপার ব্যাটার।

জগদীশনের এই বিধ্বংসী ইনিংসের উপরে ভর করে রেকর্ড গড়েছে তামিলনাড়ুর ক্রিকেট দলও। একদিনের ক্রিকেটে এই প্রথমবার কোনও দল পাঁচশোর উপরে রান তুলতে পারল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৯৮ রান করেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে অরুণাচলের বিরুদ্ধে তামিলনাড়ুর স্কোর ৫০৬। জগদীশন ছাড়াও এদিনের ম্যাচে ১৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেছেন সাই সুদর্শন।

[আরও পড়ুন:মেসির শেষ বিশ্বকাপ, কাতার পৌঁছনোর আগে ছবি পোস্ট করে বিশেষ বার্তা স্ত্রী-সন্তানদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement