সেঞ্চুরি করে ব্যাট দেখাচ্ছেন জান নিকোল লফটি-ইটন। ছবি: X হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমন মুহূর্তের সাক্ষী থাকতে হবে, সেটা স্বপ্নেও ভাবতে পারেননি কুশল মাল্লা (Kushal Malla)। ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর টি-২০ ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন নেপালের (Nepal) ব্যাটার। তাঁর সেঞ্চুরি এসেছিল ৩৪ বলে। এবার সেই কুশলের সামনেই তাঁর রেকর্ড ভেঙে গেল। কারণ নেপালের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে দ্রুততম সেঞ্চুরি করে সেই বিশ্ব রেকর্ড গড়লেন জান নিকোল লফটি-ইটন (Jan Nicol Loftie-Eaton)। নামিবিয়ার (Namibia) অলরাউন্ডার মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি করেন।
এদিন নেপালের বিরুদ্ধে ত্রিভুবন আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়ার অলরাউন্ডার মারেন ১১টি চার ও ৮টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮০.৫৫। শেষ পর্যন্ত মাত্র ৩৬ বলে ১০১ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৮৬ রানে গুটিয়ে যায় নেপালের ইনিংস। ফলে নামিবিয়া সিরিজের প্রথম ম্যাচ ২০ রানে জিতে যায়।
A brilliant century by Jan Nicol Loftie-Eaton pushes Namibia’s total to 206-4 in 20 overs!🏏#NepT20I | #OneBallBattles | #NepalCricket #HappyDressingRoom | #WorldCupYear2024v pic.twitter.com/TsdvdusGJ7
— CAN (@CricketNep) February 27, 2024
মঙ্গোলিয়ার বিরুদ্ধে এশিয়ান গেমসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন কুশল। মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেন তিনি। তাঁর সেই ইনিংস ৮টি চার ও ১২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। শেষ পর্যন্ত মাত্র ৫০ বলে ১৩৭ রানে করে অপরাজিত থাকেন কুশল। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরান করার পথে নেপালের সেই ব্যাটার ভেঙে দিয়েছিলেন ডেভিড মিলার, রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের সুদেশ বিক্রমাশেখরার নজির। তবে এবার সবাইকে ছাপিয়ে শীর্ষে চলে গেলেন নামিবিয়ার ব্যাটার।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি:-
১. জান নিকোল লফটি-ইটন (নমিবিয়া)- ৩৩ বল
২. কুশল মাল্লা (নেপাল)- ৩৪ বল
৩. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)- ৩৫ বল
৪. রোহিত শর্মা (ভারত)- ৩৫ বল
৫. সুদেশ বিক্রমাশেখরা (চেক প্রজাতন্ত্র)- ৩৫ বল
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.