Advertisement
Advertisement

Breaking News

Ellyse Perry

‘আমার সঙ্গে ডেট করতে যাবে?’, মুরলী বিজয়কে মোক্ষম জবাব অ্যালিসে পেরির

ব্যাপক খোঁচা হজম করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

Murali Vijay wanted to go on a date with Ellyse Perry, check RCB Women star's epic reply

অ্যালিসে পেরিকে ট্রোল করতে গিয়ে ব্যাপক খোঁচা হজম করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:March 16, 2024 6:22 pm
  • Updated:March 16, 2024 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে মুরলী বিজয়। তবে এবার একেবারে অক্রিকেটীয় কারণে। আসলে অ্যালিসে পেরিকে ট্রোল করতে গিয়ে ব্যাপক খোঁচা হজম করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার।

কয়েক বছর আগে মুরলী বিজয়কে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কার সঙ্গে একান্তে সময় কাটাতে চান?’, প্রাক্তন ওপেনারের জবাব ছিল, ‘আমি একজন নই দুজনের সঙ্গে সময় কাটাতে চাই। প্রথম জন শিখর ধাওয়ান। ও হিন্দিতে কথা বলবে। আমি জবাব দেব তামিলে। আর দ্বিতীয় ব্যক্তি হল অ্যালিসে পেরি। আমি ওর সঙ্গে ডেট করতে চাই।’

Advertisement

[আরও পড়ুন: শুধুই কেঁদে ভাসাতেন পন্থ! ঋষভের রিহ্যাব পর্বের অজানা গল্প সামনে এল]

 

কয়েক দিন আগে অ্যালিসে পেরিকে সেই প্রশ্ন করা হয়েছিল। বেশ মজার জবাব দিয়ে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার বলেন, ‘আমিও চাই ওর সঙ্গে ডেটে যেতে। কিন্তু সব খরচা ওকেই দিতে হবে। কারণ আমি মিষ্টি কথায় ভুলে যাওয়ার পাত্রী নই।’

[আরও পড়ুন: বাড়ল শক্তি, নারিনের সঙ্গে নাইট শিবিরে যোগ দিলেন দ্রে রাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement