ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বিরুদ্ধে ম্যাচে ফের বিপাকে হার্দিকের (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বুমরাহ-উডদের পিটিয়ে ২৫৭ রানের বিরাট লক্ষ্য রাখলেন দিল্লির (Delhi Capitals) ব্যাটাররা। তার মধ্যেই মাঠে মেজাজ হারালেন হার্দিক। হঠাৎই তাঁকে চিৎকার করতে দেখা যায়। যা ক্যামেরায় ধরা পড়ে।
ঘটনাটি ঘটে ম্যাচের একাদশ ওভারে। দিল্লি তখন ২ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে। সেই সময় বল করছিলেন পীযূষ চাওলা। ব্যাটে ছিলেন দিল্লি অধিনায়ক শাই হোপ ও ঋষভ পন্থ। সেই সময়েই হঠাৎ রেগে ওঠেন হার্দিক। চিৎকার করে কাউকে কথা শোনান তিনি। মুম্বই অধিনায়ক যে প্রবল অসন্তুষ্ট, তা তাঁর আচরণ থেকেই পরিষ্কার হয়ে যায়। যদিও বিশেষ কার উপর তিনি চিৎকার করেছিলেন, তা ক্যামেরায় ধরা পড়েনি।
Hardik Pandya has lost your mind #DCvMI #PAKvNZ #JakeFraserMcGurk #T20WorldCup2024 #RRvLSG #Kalki2898AD #RohitSharma pic.twitter.com/UrzH95JOOI
— 12 (@onlytime_12) April 27, 2024
যদিও হার্দিকের মেজাজ হারানোই খুব স্বাভাবিক ব্যাপার। একে তো টানা হারে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়কের ব্যাটে রান নেই, বলেও উইকেট পাচ্ছেন না। আজও ২ ওভারে দিলেন ৪১ রান। যার মধ্যে পঞ্চম ওভারে ২০ রান তোলেন দিল্লির ফ্রেসার ম্যাকগুর্ক। সেই ওভারে দুটি ছয় ও দুটি চার মারেন অজি ব্যাটার। শেষ পর্যন্ত দিল্লির ইনিংস থামে ২৫৭ রানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.